রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে বিভিন্ন পদে CMOH অফিসে নিয়োগ করা হবে। সেফটি ট্রেন্ড সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।
রাজ্যে বিভিন্ন পদে CMOH অফিসে চাকরির জন্য আবেদন অনলাইনে করতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
CMOH অফিসে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হবে।
নোটিশ নম্বরঃ DH&FWS/ASL/22-23/362
নোটিশ প্রকাশের তারিখঃ 04.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ সেফটি ট্রেন্ড সুপারভাইজার (Safety Trained Supervisor)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(2)পদের নামঃ TB হেলথ ভিসিটর (TB Health Visitor)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে। এছাড়া 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(3) পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করে থাকতে হবে। সেইসাথে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
বয়সসীমাঃ
উপরের সমস্ত পদগুলিতে আবেদনের জন্য 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতিঃ
- উপরিক্ত সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদনমূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদনের একটি হার্ডকপি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেলদের জন্য 100 টাকা এবং SC/ST/OBC দের জন্য 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- বসবাসের প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol, Paschim Bardhaman, Pin – 713305
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 04.07.2022 |
আবেদন শুরু | 05.07.2022 |
আবেদন শেষ | 19.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-