রাজ্যের কলেজে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কয়েকদিন হল এই চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চলছে। উত্তর ২৪ পরগণা জেলার ‘ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ’-এ এই নিয়োগটি করা হবে। তবে এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে।
কলেজে গ্রুপ-C এবং গ্রুপ-D কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় জেনে নিন। তারপর ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি পদের জন্য আবেদন করুন।
WB College Group C and Group D Recruitment
নোটিশ প্রকাশের তারিখঃ 21.01.2022
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাকাউন্ট ক্লার্ক
(2) গ্রুপ-C ক্লার্ক
(3) NCC ক্লার্ক
(4) ল্যাবরেটরি অ্যাটেনড্যান্ট, গ্রুপ-D
পদ বিষয়ক তথ্য (Post Details)
(1) পদের নাম- অ্যাকাউন্ট ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। ভালো কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং অ্যাকাউন্ট সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(2) পদের নাম- গ্রুপ-C ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং ভালো কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(3) পদের নাম- NCC ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং NCC সম্পর্কিত ক্লার্কিয়াল কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(4) পদের নাম- ল্যাবরেটরি অ্যাটেনড্যান্ট, গ্রুপ-D
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
শুন্যপদ- 2 টি
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের ২ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে। প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ঐ ফর্মটি সমস্ত দরকারি তথ্য দিয়ে পূরন করতে হবে। এরপর ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলিকে একসঙ্গে জুড়ে দিতে হবে।
আবেদন করার ফর্ম সহ ঐ সমস্ত কাগজগুলিকে একসঙ্গে নিয়ে একটি পিডিএফ (PDF) ফাইল বানাতে হবে। এই পিডিএফ ফাইলটিকে [email protected] এই ইমেলে পাঠিয়ে দিতে হবে। আর যদি কেও ঐ আবেদনপত্রটিকে সরাসরি কলেজের প্রিন্সিপাল অফিসে জমা করে আসে তাও আবেদন করা হয়ে যাবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। (এক্ষেত্রে লিখিত পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 21.01.2022 |
আবেদন শুরু | 21.01.2022 |
আবেদন শেষ | 31.01.2022 (4.30 PM) |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- শতাধিক শুন্যপদে রাজ্যে মেট্রো রেলে চাকরি
- পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে গ্রুপ-C এবং গ্রুপ-B কর্মী নিয়োগ
- গ্রাম পঞ্চায়েতে চাকরি, BDSP পদে নিয়োগ