পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA) পদে কর্মী নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করা যাবে। নিচে অনলাইনে আবেদন করার লিংক এবং আবেদন পত্র দুটোই দেওয়া হয়েছে।
CHA এর চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ DH&FWS/JGM/2022/1337
নোটিশ প্রকাশের তারিখঃ 18.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদন করা যাবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant- CHA)
বেতনঃ
এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM কোর্স পাশ করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ
04 টি।
আবেদন পদ্ধতিঃ
উক্ত পদের জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন করতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। সঠিকভাবে আবেদন পত্র পূরণ করতে হবে এবং উল্লেখিত নদীপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
অফলাইনে আবেদন করতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশের সাথে যুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপরে, আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে। উল্লেখিত নথিপত্রগুলি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে। সবশেষে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেলদের জন্য 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর ক্যাটাগরির আবেদনকারীদের জন্য 50 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।।
- অভিজ্ঞতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the chief medical officer of Health, Jhargram, P.O – Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, Pin – 721508.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 18.07.2022 |
আবেদন শুরু | 19.07.2022 |
আবেদন শেষ | 03.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-