পশ্চিমবঙ্গের ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিস থেকে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, নিয়োগটি করা হবে জলপাইগুড়ি জেলায়। তাই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে।
এই নিয়োগের ক্ষেত্রে জেনে রাখার মতো গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে, এই চাকরির জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
চলুন তাহলে এইবার আমরা জেনে নিই, ঠিক কি কি পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বেতন কত এবং কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয়ে।
WB DM Office Staff Recruitment
নোটিশ নম্বরঃ 159/SW
নোটিশ প্রকাশের তারিখঃ 10.05.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর (Centre Administrator)
বেতন- প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 18-45 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।
(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।
(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- কেস ওয়ার্কার (Case Worker)
বেতন- প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 18-35 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।
(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।
(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে।
শুন্যপদ- 2 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
যে সমস্ত প্রক্রিয়ায় নিয়োগ করা হবে সেগুলি হল-
(1) এডুকেশনাল কুয়ালিফিকেশন- 30 নম্বর
(2) কম্পিউটার টেস্ট (প্র্যাকটিকাল)- 15 নম্বর
(3) মৌখিক পরীক্ষা (Viva Voce)- 5 নম্বর
> শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জলপাইগুড়ি জেলা থেকে ২০ জন প্রার্থীকে বাছাই করা হবে। ঐ ২০ জনের মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এদের মধ্যে যারা পাশ করবে তাদের ফাইনাল নিয়োগপত্র দেওয়া হবে।
চাকরির ধরনঃ
কন্ট্রাকচুয়াল (১ বছরের জন্য নিয়োগ করা হবে)।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে সম্পূর্ন অফলাইনে। অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
প্রিন্ট করে নেওয়ার পর ফর্মটি আবেদনকারীর তথ্য দিয়ে সঠিকভাবে পুরন করতে হবে। তারপর ফর্মের সঙ্গে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। এরপর ফর্ম এবং ডকুমেন্টের জেরক্স কপিগুলিকে একসাথে পিন আপ করে একটি খামে ভরতে হবে।
খামে ভরে খামের মুখ বন্ধ করে দিতে হবে। এরপর আবেদনপত্রের খামটি নিচের দেওয়া ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট অথবা স্পীড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমান)
(2) ভোটার কার্ড অথবা রেশন কার্ড (বাসস্থানের প্রমান)
(3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(4) কাস্ট সার্টিফিকেট
(5) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
(6) ৫ টাকার পোস্টেজ স্ট্যাম্প সহ দুটি খাম
(7) এক কপি পাসপোর্ট সাইজের ছবি (খামের মধ্যে আলাদা করে দিতে হবে)
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
District Social Welfare Officer, Social Welfare Section, Collectorate Building, Ground Floor, Jalpaiguri.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 10.05.2022 |
আবেদন শুরু | 11.05.2022 |
আবেদন শেষ | 31.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-