রাজ্যের হুগলী জেলার DM অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে সার্ভেয়ার নামের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
সার্ভেয়ার / Surveyor
শূন্যপদ
উল্লেখিত নেই।
যোগ্যতা
অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
সর্বোচ্চ 63 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীকে মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে।
আবেদন পদ্ধতি
এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের নিজের বায়োডেটা বানাতে হবে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
The O/o District Magistrate & Collector(RR Section), Hooghly at Jibon Pau’s Garden, PO:- Chinsurah, PIN Code :- 712103
আবেদন পাঠাবার সময়সীমা
02/11/2023 তারিখ আবেদন পাঠাবার শেষ দিন।
ইন্টারভিউয়ের দিন এবং সময়
17/11/2023 তারিখের, সকাল 11.00 টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা
Meeting hall of O/o ADM and DL&LRO, Hooghly at Jibon Paul’s Garden, PO:- Chinsurah, PIN Code:- 712103
প্রয়োজনীয় নথি
1. বাসিন্দা প্রমাণ
2. ভোটার আইডি
3. ক্যারেক্টার সার্টিফিকেট
4. শিক্ষাগত যোগ্যতা
5. অভিজ্ঞতার সার্টিফিকেট
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 9000 শূন্যপদে রেলে নতুন RPF কনস্টেবল নিয়োগ | Railway RPF Constable Recruitment 2023
👉 WBPSC এর মাধ্যমে মৎস্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ২৭ হাজার টাকা মাসিক বেতন
👉 রাজ্যের কলেজগুলিতে বাধ্যতামূলক হতে চলেছে ইন্টার্নশিপ! চাকরিমুখী করতে এই সিদ্ধান্ত