চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি নতুন চাকরির আপডেট। রাজ্যের আবগারি (Excise) দপ্তরে গ্রুপ-C পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাহলে এইবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, শুন্যপদ কয়টি আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এবং কিভাবে আবেদন করতে হবে।
WB Excise Department Group C Recruitment
নোটিশ নম্বরঃ WTL/WBSBCL/21
আবেদনের মাধ্যমঃ অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
যেযে পদে নিয়োগ করা হবেঃ
(1) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator)
(2) সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (Senior Software Developer-SD)
পদ সংক্রান্ত খুটিনাটিঃ
(1) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(2) পদের নাম- সিনিয়র সফটওয়্যার ডেভেলপার
শিক্ষাগত যোগ্যতা- MCA তে ফার্স্ট ক্লাস পেতে হবে অথবা IT/Computer Science বিষয় নিয়ে M.Sc ডিগ্রি করা থাকতে হবে অথবা IT/Computer Science বিষয় নিয়ে B.Tech এর ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
বেতনঃ প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে তা ইন্টারভিউয়ের সময় ঠিক হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল
নিয়োগের স্থানঃ কোলকাতা
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
Step-2 অফিসিয়াল নোটিশের ২ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 আবেদনপত্রটির একটি পিডিএফ (PDF) ফাইল বানাতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ পিডিএফ (PDF) ফাইলটি [email protected] এই ইমেলে পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফিঃ আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.12.2021 |
আবেদন শুরু | 03.12.2021 |
আবেদন শেষ | 20.12.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।