পশ্চিমবঙ্গের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে একের পর এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সম্প্রতি ল্যাব টেকনিশিয়ান (Lab Technician Recruitment) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর বেশি দেরি না করে শীঘ্রই আবেদন করুন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির এই চাকরির জন্য রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা চাকরিযোগ্য। এতে কোনরূপ আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে।
এইবার আমরা এই চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে, মোট শূন্যপদের সংখ্যা কত, মাসিক বেতন কত দেওয়া হবে- এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। বিস্তারিত জেনে নিন।
নোটিশ নম্বরঃ DH&FWS/JGM/2022/1368
নোটিশ প্রকাশের তারিখঃ 20.07.2022
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
MT ল্যাব টেকনিশিয়ান (MT Lab Technician)
বেতনঃ
উক্ত পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে 17,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা গণিত (Math) বিষয়সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার এর কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট দপ্তরের 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
1.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেণিরা ৫ বছরের এবং OBC শ্রেণির চাকরিপ্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে।
মোট শূন্যপদঃ
05 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- শিক্ষাগত যোগ্যতা।
- কাজের অভিজ্ঞতা।
- কম্পিউটার টেস্ট।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
এই পদের জন্য প্রার্থীদেরকে কোনোভাবে আবেদন করতে হবে না। সরাসরি নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিসের সাথে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং উল্লিখিত নথিপত্রগুলি আবেদনের পত্রের সঙ্গে যুক্ত করে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে। মনে রাখবেন ইন্টারভিউয়ের সময় অরিজিনাল নথিপত্রগুলিও সাথে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ভোটার কার্ড বা আধার কার্ড।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Office of the Chief Medical Officer of Health, Jhargram, Zilla Swasthya Bhawan, Jhargram District, Hospital Compound.
ইন্টারভিউয়ের তারিখঃ 04.08.2022
ইন্টারভিউয়ের সময়ঃ 11 AM
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-