পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের মাধ্যমে আরো একটি জেলায় গ্রুপ-C অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করানো হবে। প্রথমেই জানিয়ে রাখি নোটিশে এমন কথা বলা হয়নি যে, শুধুমাত্র বীরভূম জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবে। তাই রাজ্যের যেকোনো জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
WB Food Department Group C Additional DEO Recruitment in Birbhum
নোটিশ মেমো নম্বরঃ 2387/BDO/R-I
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator- ADEO)
বেতনঃ মাসিক বেতন দেওয়া হবে 13 হাজার টাকা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC শ্রেনিরা তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং সেইসাথে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
চাকরির ধরনঃ ছয় মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ রামপুরহাট-I ব্লক অফিস, বীরভুম
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 6 ডিসেম্বর 2021 তারিখ, 11.00 AM
ইন্টারভিউয়ের স্থানঃ Office of the Block Development Officer, Rampurhat-I Development Block, Rampurhat, Birbhum.
ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইমঃ 9.30 AM থেকে 10.30 AM সময়ের মধ্যে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
আবেদন পদ্ধতিঃ
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
Step-2 অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার ফর্মটি দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ খামটি বীরভূম জেলার রামপুরহাট-I ব্লকের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট দিতে হবেঃ
(1) ভোটার কার্ড
(2) আঁধার কার্ড
(3) মাধ্যমিকের আডমিট কার্ড
(4) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট অথবা সার্টিফিকেট
(5) কম্পিউটার সার্টিফিকেট
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Office of the Block Development Officer, Rampurhat-I Development Block, Dist- Birbhum.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 23.11.2021 |
আবেদন শুরু | 23.11.2021 |
আবেদন শেষ | 03.12.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।