1/5: দীর্ঘদিন ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই। শিক্ষা দুর্নীতি মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় চাকরিপ্রার্থীদের খানিক স্বস্তি দিয়েছিল। রাজ্যের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবার সম্ভাবনা। সরকারের তরফে এই বিষয়ক প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল চলতি বছরের মে মাসে। তারপর কেটে গেছে পুরো দুই মাস। তবে এখনও পর্যন্ত মূল নোটিফিকেশন প্রকাশিত হয়নি।
2/5: ধারণা করা হয়েছিল, সম্ভবত পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুড SI (Food Sub Inspector) নিয়ে বিস্তারিত নোটিশ প্রকাশ করবে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই তাই চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন জাগছে, কবে প্রকাশিত হবে এই বিষয়ক নোটিশ?
3/5: অবস্থার পরিপ্রেক্ষিতে ধারণা করা যায় যে, সম্ভবত চলতি মাসেই ফুড SI (Food Sub Inspector) এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেক্ষেত্রে অগাস্ট মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভবনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পরেই ফর্ম ফিলাপ শুরু করে দেওয়া হবে। সেই মোতাবেক অগাস্টের শেষ সপ্তাহ নাগাদ অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হতে পারে।
4/5: প্রসঙ্গত উল্লেখ্য, খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর (Food Sub Inspector) পদে নিয়োগের যাবতীয় দায়িত্ব থাকে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের উপরে। কেবলমাত্র মাধ্যমিক পাশেই এখানে আবেদন করা যায়। সাথে বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে সরকারি নিয়ম অনুযায়ী।
5/5: মোট দুইটি ধাপে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।যথা-
1) প্রথম পর্যায়ে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। কাট অফ ক্লিয়ার করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়।
2) দুই ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেধাতালিকা প্রকাশিত হয়। প্রকাশিত মেধাতালিকা অনুসারে নিয়োগ করা হয় প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রামকৃষ্ণ মিশনে স্থায়ীভাবে শিক্ষক এবং গ্রুপ-D পদে নিয়োগ
- সংস্কৃতি দপ্তরে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
- রাজ্যে মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে চাকরি
- SSC এর মাধ্যমে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ
- ভারতীয় এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে মাধ্যমিক পাশে চাকরি ২০২৩