অনেকদিন অপেক্ষা করার পর অবশেষে পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তর (Food Supply Department) এর অধীনে ফুড SI এর ফর্ম ফিল আপের তারিখ প্রকাশিত হলো। আজ অর্থাৎ ১৭ অগস্ট (বৃহস্পতিবার) এই আবেদন করার তারিখ এর বিষয় নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই ফুড এসআই (ফুড সাব ইন্সপেক্টর) পদের চাকরিটির সমস্ত নিয়োগ প্রক্রিয়া রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পরিচালিত হবে। তাই আবেদনের তারিখ সম্পর্কিত এই বিজ্ঞপ্তিটি WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
WB Food SI Application Date 2023
ওই বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, আগামী ২৩ অগস্ট ২০২৩ তারিখ থেকে Food SI এর নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হবে। তাতে আরো জানানো হয়েছে যে, ওই ২৩ অগস্টের আগেই WBPSC-র ওয়েবসাইটে এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে।
আপনি যদি এই পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই এর ফুড SI চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তবে অবশ্যই এতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে তা ভালো করে জেনে নিন। এতে আপনার আবেদন করার ক্ষেত্রে কিছুটা সুবিধা মিলবে।
🔥 Food SI 2023 Application Start Date: 23.08.203 pic.twitter.com/zYg7UyiibX
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) August 17, 2023
যে পদে নিয়োগ হবে
ফুড সাব ইন্সপেক্টর (Food Sub Inspector- Food SI)
ফুড SI শিক্ষাগত যোগ্যতা
ফুড SI পদের জন্য আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে।
ফুড SI মাসিক বেতন
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ফুড এসআই পদের জন্য প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হয় তা সঠিক জানা যাবে।
ফুড SI নিয়োগ প্রক্রিয়া ২০২৩
নিম্নলিখিত কয়েকটি ধাপে পশ্চিমবঙ্গ ফুড SI পদে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে-
- লিখিত পরীক্ষা (Written Test)
- পার্সোনালিটি টেস্ট (Personality Test)
- ইন্টারভিউ (Interview)
ফুড SI আবেদন প্রক্রিয়া ২০২৩
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২৩ অগস্ট বুধবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
Important Links 👇👇
✅ WBPSC Official Website: Open Now
✅ Food SI Application Date: Notice Download
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট
👉 ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অনলাইনে আবেদন চলছে
👉 THDC কোম্পানিতে সেক্রেটারি পদে চাকরি, মাসিক বেতন 50 হাজার টাকা
👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 শিশু হেল্পলাইনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 46 হাজার 340 টাকা