রাজ্যের খাদ্য দপ্তরে গ্রুপ-C চাকরি, পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতে নিয়োগ

WB Food Supply Data Entry Operators Recruitment 2023

রাজ্যের খাদ্য এবং সরবরাহ বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক হবে। অনলাইনে আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাদি এই প্রতিবেদনে জানানো হল। 

নোটিশ নং- 280-NCEC/DEO/2023

নোটিশ প্রকাশের তারিখ- 03/08/23

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operators (DEO)

মোট শূন্যপদ

এখানে মোট 23 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের-

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

(2) কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

21 থেকে 35 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 1st November 2023 তারিখের হিসেবে।

বেতনক্রম

মাসিক 16,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

মোট 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশন থেকে One time registration অপশনটি বেছে নিয়ে অবশেষে Apply online for DEO অপশনে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরুর তারিখ: 04.08.2023

আবেদনের শেষ তারিখ: 08.08.2023 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleপ্রশিক্ষণের মাধ্যমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করুন
Next articleভারতীয় এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, 21 হাজার 300 টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here