পশ্চিমবঙ্গের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য ও সরবরাহ দপ্তর (WB Food Supply Department) থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ডিরেক্টরেট অফ ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই নিয়োগটি করা হচ্ছে।
উক্ত চাকরির পোষ্টিং এর জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। তাই যারা পশ্চিমবঙ্গের মধ্যেই চাকরি করতে চাই তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে।
আজকের এই খাদ্য দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রতিবেদনে আপনি জানতে পারবেন- কোন পদে নিয়োগ করা হবে, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কটি রয়েছে, ঠিক কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। নিচে থেকে এগুলি এক এক করে জেনে নিন।
WB Food Supply Recruitment
অফিসিয়াল নোটিশ নম্বর: 395/FQC/IC-14/2018(Pt.1)
নোটিশ প্রকাশের তারিখ: 01/09/2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার প্রক্রিয়া এই পেজের নিচে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
পদের নাম:
কেমিস্ট (Chemist)
বেতন:
প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা:
আবেদনকারীর বয়স 18 থেকে 36 বছরের মধ্যে থাকতে হবে। যেদিন আবেদন করা হবে সেই দিন অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি বিষয়ে বিএসসি (B.Sc) অনার্স ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ:
একটি শূন্যপদ এর জন্য কেমিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য চাকরি প্রার্থীকে বাছাই করে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা- 40 নম্বর
- পার্সোনাল ইন্টারভিউ- 10 নম্বর
চাকরির ধরন:
কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য চাকরিতে নিয়োগ করানো হবে।
নিয়োগের স্থান:
পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
পশ্চিমবঙ্গ ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিচের স্টেপটি পালন করতে হবে-
- Recruitment
- One Time Registration
- Apply Online for Chemist
উপরে জানানো স্টেপের মাধ্যমে অনলাইন আবেদনের মেইন পেজ খুলবে সেখানে আবেদনকারীকে তার সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
👍 চাকরিপ্রার্থীদের আবেদনের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
আবেদন ফি:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন ফি সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। তাই এই চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীর কাছ থেকে কোন টাকা চার্জ করা হচ্ছে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 01.09.2022 |
আবেদন শুরু | 08.09.2022 |
আবেদন শেষ | 22.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 আঁধার কার্ডের দপ্তরে কর্মী নিয়োগ