পশ্চিমবঙ্গ সরকারের জেলাশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) এর অফিস থেকে গ্রুপ সি (Group C) ক্লার্ক পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে।
গ্রুপ সি ক্ল্যারিক্যাল বা ক্লার্ক পদে এই চাকরির জন্য প্রতি মাসে কত করে বেতন দেওয়া হবে, শূন্যপদ ঠিক কয়টি রয়েছে, আবেদনকারীর বয়সসীমা কত থাকতে হবে, কবে এবং কোথায় ইন্টারভিউ নেওয়া হবে ইত্যাদি নিয়োগের তথ্যগুলি নিচে পরপর জানানো হয়েছে।
WB DM Office Group-C Clerk Recruitment
নোটিশ নম্বর: 259/Estt.
নোটিশ প্রকাশের তারিখ: 06.09.2022
নিয়োগের তথ্য (Post Details)
পদের নাম:
ক্ল্যারিক্যাল গ্রুপ-সি (Clerical- Group C) অর্থাৎ গ্রুপ-সি ক্লার্ক পদে এই নিয়োগ করা হবে।
বেতন:
10 হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
01 সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 64 বছরের কম হতে হবে।
শূন্যপদ:
মোট 12 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
দরকারি যোগ্যতা:
আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত গ্রুপ সি (Group C) কর্মী হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
শুধুমাত্র ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে উক্ত পদের জন্য নিয়োগ করানো হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউ এর তারিখ: 23.09.2022
ইন্টারভিউ এর সময়: সকাল 9.30 টা
ইন্টারভিউ এর স্থান: Treasury Conference Hall, Kalimpong
ইন্টারভিউয়ের জন্য আবেদন:
(1) আপনাকে জানিয়ে রাখি, এই চাকরির জন্য আগে থেকে আবেদন করার বা আবেদন পত্র কোনো ঠিকানায় পাঠানোর দরকার নেই।
(2) ইন্টারভিউ এর দিন একটি ফর্ম ফিলাপ করে নিয়ে যেতে হবে। অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে অর্থাৎ চার নম্বর পেজে আবেদনের ফর্মটি দেওয়া রয়েছে।
(3) তাই প্রথমেই, আবেদনকারীকে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে।
(4) আবেদনপত্রটি প্রিন্ট করার পর নাম, ঠিকানা সহ বিভিন্ন তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টস গুলিকে সাথে নিয়ে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত থাকতে হবে।
(5) ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলিও সাথে করে নিয়ে যেতে হবে।
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই দপ্তরে কর্মী নিয়োগ
🎯 আঁধার কার্ডের দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
🎯 রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়?