স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ, মাসিক বেতন পাবেন 25 হাজার টাকা

wb health and family welfare samiti recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক বিশাল বড় সুযোগ। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল হেলথ মিশনের আওতায় নিয়োগ করা হবে। অডিওলজিস্ট সহ আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ করতে শুরু হয়ে গিয়েছে। রাজ্যে যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

wb health and family welfare samiti recruitment

নোটিশ নম্বরঃ SHFWS/2022/254 

নোটিশ প্রকাশের তারিখঃ  16.06.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ অডিওলজিস্ট (Audiologist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অডিওলজি/ স্পিচ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলারস ডিগ্রী থাকতে হবে এবং কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(2) পদের নামঃ অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট (Audiometric Assistant)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ এবং স্পিচ এ এক বছরের ডিপ্লোমা করা থাকতে হবে এবং সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি। 

(3) পদের নামঃ ইন্সট্রাক্টর ফর হেয়ারিং এম্পায়ারড (Instructor for hearing Impaired)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিক অনুযায়ী প্রার্থীর বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত পদের জন্য আবেদন প্রার্থীকে স্পেশাল চাইল্ডহুড এডুকেশনে ডিপ্লোমা, D.Ed বা B.Ed করা থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

নিয়োগ পদ্ধতিঃ
  • লিখিত পরীক্ষা।
  • একাডেমিক স্কোর।
  • অভিজ্ঞতা এবং ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
  1. উপরিক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  3. প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. এরপর নিখুঁতভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  5. নথীপত্র গুলো আপলোড করতে হবে
  6. শেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ

উপরিক্ত পদগুলির জন্য আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 16.06.2022
আবেদন শুরু 27.06.2022
আবেদন শেষ 26.07.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-