রাজ্যের স্বাস্থ্য ও পরিবহন দপ্তরে চাকরি, হেল্পার পদে কর্মী নিয়োগ

WB Health and Transport Department Helper Recruitment

রাজ্যের স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ড্রাইভার এবং হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

রাজ্যের স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ দপ্তরে আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত তথ্য একনজরে আলোচনা করা হলো।

west bengal health and transport department recruitment

নোটিশ নম্বরঃ SHTO/HWF/35099/92/2021/0

নোটিশ প্রকাশের তারিখঃ  28.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ড্রাইভার (Driver)

বেতনঃ ড্রাইভার পদের জন্য প্রতি মাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস এবং ভারী বাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হব। 

মোট শূন্যপদঃ 02 টি।

(2) পদের নামঃ হেল্পার (Helper) 

বেতনঃ হেল্পার পদের জন্য প্রতি মাসে 11,500 টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনপ্রার্থীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইডিয়াই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02 টি।

নিয়োগ পদ্ধতিঃ
  • ইন্টারভিউ।
  • ডকুমেন্টস ভেরিফিকেশন।
আবেদন পদ্ধতিঃ
  1. উক্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
  3. নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  4. উল্লেখিত নথিপত্রগুলো যোগ করতে হবে।
  5. শেষে সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমানপত্র। 
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5.  অভিজ্ঞতার প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Swasthya Paribahan Bhawan, S.H.T.O, 142, A.J.C. Bose Road, Kolkata – 700014

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 28.06.2022
আবেদন শুরু 28.06.2022
আবেদন শেষ 12.07.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-

Previous articleপোস্ট অফিস ডিপার্টমেন্টে চাকরি, 19 হাজার 900 টাকা থেকে মাসিক বেতন শুরু
Next articleরাজ্যে কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ C নিয়োগ, Data Manager পদে চাকরির বিজ্ঞপ্তি