রাজ্যে মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে নিয়োগ শুরু, থাকছে কয়েক হাজার শূন্যপদ

WB Health Department Recruitment thousand of Vacancies

1/7: রাজ্যের তৃণমূল সরকারের তরফে এবার স্বাস্থ্য দফতরে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের প্রায় সকল পদেই রয়েছে একাধিক শূন্যপদ। এবার সমস্ত শূন্যপদ পূরণ করতে সচেষ্ট হয়েছে সরকার।

2/7: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের পরেই এই নিয়োগ কর্মসূচি শুরু করা হবে। সেই হিসাব মতই এবার স্বাস্থ্য দফতরে থাকা সবকটি শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

3/7: রাজ্যের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট, কোর্ডিনেটর সহ নানাবিধ পদ মিলিয়ে হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য বলছে, 1363 টি জেনারেল ডিউটি অফিসার নিয়োগের চিন্তা ভাবনা করা হচ্ছে।

4/7: অন্যদিকে, প্রায় 8 হাজার শূন্যপদে নার্স, 835 টি শূন্যপদে মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট, 75 টি সিনিয়র লেকচাররিডার এবং এস এস কে এম হসপিটাল অ্যান্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক পদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই নিয়োগগুলি সম্পন্ন করার দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

5/7: এই সমস্ত পদ ছাড়াও আরও বেশ কিছু শূন্যপদ তৈরী করা হবে। রাজ্যের যুবক যুবতীদের আরও বেশি করে চাকরির সুযোগ করে দেবার জন্যই এমন ভাবনা চিন্তা করছে সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র GNM নার্সিং পাশ করে থাকলেই আবেদন করা যায় কমিউনিটি হেলথ অফিসার পদে।

6/7: স্বাস্থ্য দফতরের তরফে পাওয়া তথ্য বলছে, খুব শীঘ্রই রাজ্যে পাঁচ হাজারেরও বেশি পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে। যদিও এখানে নিয়োগের ধরণটি চুক্তিভিত্তিক হবে। এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য বেতন মিলবে মাসে 20 হাজার টাকা।

7/7: স্বাস্থ্য দফতরের এই বিপুল সংখ্যক নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলেই আমরা তা আপনার কাছে পৌঁছে দেব। এছাড়াও এই বিষয়ে বিস্তারিত জানতে স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে মাঝেমধ্যেই চোখ রাখুন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

👉 চলতি ২০২৩ সালেও হচ্ছে টেট পরীক্ষা! কবে বিজ্ঞপ্তি বেরোবে? পরীক্ষার দিন কবে? সব জানালেন পর্ষদ সভাপতি

👉 দীর্ঘ ৭ বছর পর SSC শিক্ষক নিয়োগের আপডেট! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি

👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি

👉 ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ১২,০০০ গ্রুপ-ডি নিয়োগ! রাজ্যের SSC-কে নতুনভাবে তৈরি করা হচ্ছে

👉 NUJS এ গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরির বিজ্ঞপ্তি

👉 উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

Previous articleভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা | Bharat Petroleum Corporation Recruitment 2023
Next articleরাজ্যে আয়ুশ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে মাধ্যমে আবেদন করুন | Ayush Samity Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here