পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলি শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়া হবে।
রাজ্যের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগের চাকরির জন্য আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ DH&FWS/DHHD/998/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 15.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ব্লক এপিডোমায়োলজিস্ট (Block Epidemiologist)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা এপিডোমায়োলজিতে Msc করা থাকতে হবে কিংবা BAMS/BHMS/BUMS করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(2) পদের নামঃ ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার (Block Epidemiologist)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স B.sc করা থাকতে হবে এবং কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(3) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ এবং DMLT পাশ করা হয়। এছাড়াও 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 06 টি।
(3) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার আপ্লিকেশনে 1 বছরের ডিপ্লোমা পাশ এবং 3 থেকে 5বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(4) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer)
বেতনঃ প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের ইন্টার্নিশিপ সহ M.B.B.S পাশ করা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আওতায় রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(5) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং বা B.sc নার্সিং পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
(6) পদের নামঃ কমিউনিটি আসিন্টান্ট (Comunity Assistant)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 03 টি।
আবেদন পদ্ধতিঃ
- উপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্রটি উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফিঃ
আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- অভিজ্ঞতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
CHOM Office, Diamond Harbour Health District, South 24 pgs, Pin – 743331
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 15.07.2022 |
আবেদন শুরু | 15.07.2022 |
আবেদন শেষ | 01.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-