পশ্চিমবঙ্গের হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (West Bengal housing infrastructure Development Corporation Limited- HIDCO) থেকে গ্রুপ-সি (Group-C) চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবে। এই চাকরিটির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই আবেদন জানাতে পারবে।
তাই আবেদন করতে চাইলে অবশ্যই কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কয়টি রয়েছে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি ভালো করে জেনে নিন।
WB HIDCO Bhaban Group C Recruitment
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 3837/HIDCO/Admn- 2266/2013
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 21/12/2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
রাজ্যের HIDCO ভবনে নিয়োগের বিস্তারিত তথ্য (WB HIDCO Bhaban Recruitment Details)
পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO)- Group C
মাসিক বেতন:
25,000 (২৫ হাজার) টাকা প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে।
বয়সসীমা:
DEO পদের চাকরির জন্য আবেদনকারীর বয়স 01.12.2022 তারিখ অনুযায়ী 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- CA Inter অথবা B.Com (Hons.) ডিগ্রী থাকতে হবে।
- কম্পিউটারে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- সেই সাথে SAP সিস্টেমে কর্মদক্ষতা থাকা আবশ্যক।
আরো চাকরি: রাজ্যের ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরি, গ্রুপ-C গ্রুপ-D পদে চাকরি
শূন্যপদ:
HIDCO-র এই নিয়োগে মোট 4 টি শূন্য পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদনকারীদের সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে একটি আবেদন পত্র বানাতে হবে।
(2) ওই আবেদনপত্রের দরখাস্তে আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, কাজের অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিতে হবে।
(3) তারপর সেটি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের দরখাস্ত পাঠানোর ঠিকানা:
Joint Managing director (Admm), WBHIDCO at ‘HIDCO BHABAN’ Premises No. 35-1111, Biswa Bangla Sarani, 3rd Rotary, New Town, Kolkata- 700156.
এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 21.12.2022 |
আবেদন শুরু | 21.12.2022 |
আবেদন শেষ | 10.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇