পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের (WB Irrigation Department) পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে। এই এই চাকরিটি রাজ্য সরকারের স্থায়ী চাকরি। দীর্ঘদিন ধরে রাজ্যে স্থায়ী কোন চাকরির জন্য অপেক্ষায় রয়েছে তাদের জন্য এটি একটি সুখবর।
যদিও এই চাকরির জন্য সবাই আবেদন করতে পারবে না। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই প্রথমেই- কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে, বয়েসীমা কত থাকতে হবে এবং আবেদন কিভাবে করতে হবে তা বিস্তারে জানতে হবে।
WB Irrigation Department Recruitment 2022
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
পদের নাম | ডেপুটি ডিরেক্টর (Deputy Director) |
দপ্তর | সেচ দপ্তর (WB Irrigation and Waterways) |
সংস্থার ওয়েবসাইট | wbpsc.gov.in |
শূণ্যপদ | 1 টি |
আবেদন | অনলাইন (Online) |
বিজ্ঞপ্তি নম্বর: 08/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 05.11.2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।
রাজ্যের সেচ দপ্তরে নিয়োগের তথ্য ২০২২ (WB Irrigation Department Recruitment Details 2022)
পদের নাম: ডেপুটি ডিরেক্টর (Deputy Director)
মাসিক বেতন: পে লেভেল 17 অনুযায়ী প্রতি মাসে 67,300 টাকা থেকে 1,73,200 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা: উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে। সেই সাথে কন্সট্রাকশন এর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি (UR)
পশ্চিমবঙ্গ সেচ দপ্তর নিয়োগ প্রক্রিয়া ২০২২ (WB Irrigation Department Recruitment Process 2022)
স্ক্রীনিং টেস্ট (Screening Test) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে সেচ দপ্তরে উক্ত পদে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ সেচ দপ্তর নিয়োগ ২০২২, আবেদন পদ্ধতি (WB Irrigation Department Recruitment 2022, Application Process)
(1) WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোন উপায়ে আবেদন করা যাবে না।
(2) WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে দরকারি তথ্য পূরণ করে লগইন করে নিতে হবে।
(3) লগইন করার পর আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে অনলাইন এপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিতে হবে।
(4) যদি কেউ আগে কোনোদিন WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার কোনো নেই। আগেকার ডিটেলস দিয়ে সরাসরি লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
(5) আবেদন করার সময় আবেদনকারীকে তার পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার সহ দরকারী কিছু ডকুমেন্টস স্ক্যান করে অনলাইন আপলোড করতে হবে।
পশ্চিমবঙ্গ সেচ দপ্তর নিয়োগ ২০২২, আবেদন ফি (WB Irrigation Department Recruitment 2022, Application Fees)
আবেদন করার জন্য আবেদন ফি বাবদ 210 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। পশ্চিমবঙ্গের ST, SC, PWD শ্রেণীর আবেদনকারীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
পশ্চিমবঙ্গ সেচ দপ্তর নিয়োগ ২০২২, গুরুত্বপূর্ণ তারিখ (WB Irrigation Department Recruitment 2022, Important Dates)
নোটিশ প্রকাশ | 05.11.2022 |
আবেদন শুরু | 10.11.2022 |
আবেদন শেষ | 01.12.2022 |
বিঃদ্র:নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ WBPSC অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now (Starts on 10.11.2022) |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের শ্রম দপ্তরে চাকরির নতুন বিজ্ঞপ্তি