রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে চাকরি, গ্রুপ-C (SSP) পদে কর্মী নিয়োগ

WB Land Reforms Group C SSP Recruitment

রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে গ্রুপ-C নিয়োগ করা হবে। অফিস অফ দি ডিসট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

আলিপুরদুয়ার জেলায় নিয়োগটি করা হবে। এতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। 

এই চাকরির জন্য ঠিক কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করা যাবে, কয়টি শুন্যপদে নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করতে হবে এক এক করে জেনে নিন।

WB Land Reforms Group C SSP Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ  650/Estt/SSP/DLLRO(APD)/2022

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ  13.05.2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ  সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল (Software Support Personnel- SSP) 

বেতনঃ  প্রতি মাসে 18,000 টাকা করে বেতন দেওয়া হবে। 

বয়সসীমাঃ  SSP পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ  যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে তিন বছরের PGDCA/ B.Sc (Computer Science) /BCA/ DOEACC ‘A’ লেভেলের কোর্স করা থাকতে হবে। 

সেইসাথে বেশ কিছু দক্ষতা (Skill) থাকতে হবে- 

(1) অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং DBMS এর ইন্সটলেশন এবং মেইটেন্যান্স। 

(2) ইমপ্লিমেন্টেশন সাপোর্ট 

শুন্যপদঃ  1 টি 

চাকরির ধরনঃ  কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ  বেশ কয়েকটি ধাপে SSP পদে নিয়োগ করা হবে, এগুলি হল-

(1) ডকুমেন্ট স্ক্রিনিং (Screening of documents)

(2) কম্পিউটার টেস্ট (Computer Test) 

(3) ইন্টারভিউ (Interview) 

আবেদন প্রক্রিয়াঃ 

সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। ঐ ফর্মটি অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে দেওয়া আছে। 

আবেদন করার জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তিন নম্বর পেজ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্ম পুরন করা হলে তার সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স কপিগুলি জুড়ে দিতে হবে। 

এরপর ফর্ম সহ সমস্ত কাগজগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে। খামের মুখ বন্ধ করে দিয়ে সেটি নিচের ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্ট/ কুরিয়ার এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাছাড়া সরাসরি গিয়ে হাতে করে জমা দিয়ে আসলেও হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানাঃ

Additional District Magistrate & District Land & Land Reforms Officer, Alipurduar and Chairman, District Selection Committee, Dooars Kanya, 4th Floor, Room No. 411, P.O- Alipurduar Court, Dist- Alipurduar, Pin- 736122. 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  13.05.2022
আবেদন শুরু  13.05.2022
আবেদন শেষ 08.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-

Previous articleকল্যাণী NIBMG-তে চাকরি, গ্রুপ-C পদে কর্মী নিয়োগ
Next articleরাজ্যে DM অফিসে স্টাফ নিয়োগ, ৩০ হাজার টাকা প্রতি মাসে বেতন