রাজ্যে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

WB Librarian Recruitment Update 2022

অনেকদিন পর রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে। রাজ্যের চাকরিপ্রার্থীদের এটি একটি দারুন আপডেট।

অনেকেই আমাদের জিজ্ঞাসা করে- স্যার, আমাদের রাজ্যে কবে থেকে লাইব্রেরিয়ান পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? তাদের জন্য আজকের এই আপডেট। বিস্তারিত জেনে নিন। 

পশ্চিমবঙ্গের Department of Mass Education Extension and Library Services এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি মূলত নিয়োগের আগের শর্ট আপডেট বিজ্ঞপ্তি।

রাজ্যের ২৩ টি জেলার গ্রামীণ সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি গুলিতে অনেক দিন ধরেই কোনো লাইব্রেরিয়ান নিয়োগ নেই। তাই রাজ্য সরকার ঐ লাইব্রেরিগুলি নতুন করে সচল রাখতে রাজ্যে মোট ৭৩৮ টি শুন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ করবে। 

WB Librarian Recruitment Update 2022

WB Librarian Recruitment Update 2022

রাজ্যের বিভিন্ন জেলাতে লাইব্রেরিয়ান নিয়োগের শর্ট আপডেট নোটিশে গুরুত্বপুর্ন কিছু তারিখের কথা ঘোষনা করা হয়েছে। চলুন এইবার লাইব্রেরিয়ান নিয়োগের ঐ সমস্ত তারিখ গুলি সম্পর্কে জেনে নিই।

WB Librarian Recruitment 2022 Important Dates

(1) নির্বাচন কমিটি গঠন- 10.05.2022

(2) বিজ্ঞপ্তি প্রকাশ- 17.05.2022

(3) এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে লেটার- 17.05.2022

(4) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে লিস্ট গ্রহনের শেষ তারিখ- 10.06.2022

(5) অনলাইনের আবেদনের শেষ তারিখ- 10.06.2022

(6) আবেদনপত্রের স্ক্রুটিনি এবং ইন্টারভিউয়ের জন্য লিস্ট তৈরি- 24.06.2022

(7) ইন্টারভিউয়ের জন্য লেটার পাঠানো (Dispatch)- 01.07.2022

(8) ইন্টারভিউয়ের তারিখ- 14.07.2022 থেকে 18.07.2022

(9) ফাইনাল লিস্ট প্রকাশ- 25.07.2022 

লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া (WB Librarian Recruitment Process 2022)  

নোটিশে জানানো হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সময় কম্পিউটার এর জ্ঞান এবং বাংলা ভাষার জ্ঞান পরীক্ষা করা হবে। 

লাইব্রেরিয়ান শুন্যপদ (WB Librarian Recruitment 2022 Vacancy)

মোট 738 টি শুন্যপদে পশ্চিমবঙ্গের 23 টি জেলার গ্রামীণ লাইব্রেরি গুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। 

মে মাসের ১৭ তারিখে রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় গুলি সম্পর্কে বিস্তারে জানা যাবে। 

WB Librarian Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা খুব তাড়তাড়ি আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবো 

তাই যেকোনো চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

এগুলোও পড়ুন-