পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস (Madhyamik Pass) ছেলেমেয়েদের জন্য সুখবর। আমাদের রাজ্যে গ্রুপ-সি মাল্টি টাস্কিং স্টাফ (Group-C MTS) পদে চাকরির নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স Indian Association for the Cultivation of Science (IACS)-এ এই নিয়োগটি করা হবে।
রাজ্যের ২৩ টি জেলার ছেলেমেয়ে সকলেই এই চাকরিতে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবেন, মাসিক বেতন কত দেওয়া হবে, শূন্যপদ কয়টি রয়েছে এবং নিয়োগ কীভাবে করা হবে তা নিচে থেকে ভালো করে জেনে নিন।
WB Madhyamik Pass Multi Tasking Staff Recruitment
নোটিশ নম্বর: IACS/ADVT/P/02
নোটিশ প্রকাশের তারিখ: 23.12.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিস্তারিত তথ্য (MTS Recruitment Details)
পদের নাম:
মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)
মাসিক বেতন:
পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে 18,000 টাকা বেসিক পে দেওয়া হবে। তবে DA, TA, HRA মিলিয়ে প্রতি মাসে মোটামুটি 31,563 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
উক্ত MTS পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করা হবে 31 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস (Madhyamik Pass) করলেই আবেদন করতে পারবেন।
শূন্যপদ:
মোট 10 টি শূন্যপদে নিয়োগ করা হবে। (ST-4, OBC-3, EWS-3)
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, স্কিল/ট্রেড টেস্ট এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফলাইনে একটি ফর্ম ফিলাপ করে সেটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আবেদন করতে হবে।
(2) আবেদন করার ফর্মটি IACS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের এই পেজের নিচের দেওয়া লিংকে ক্লিক করে সহজেই ডাউনলোড করতে পারবেন।
(3) ফর্ম ডাউনলোড করার পর সেটি A4 সাইজের পেজে প্রিন্ট করে নিতে হবে। এরপর সঠিকভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।
(4) ফিল আপ করা ওই ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে খামের মুখ বন্ধ করে দিতে হবে।
(5) সবশেষে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আবেদনপত্র সহ ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্ট করে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Indian Association for the Cultivation of Science, Jadavpur, Kolkata- 700032.
আবেদন ফি:
- SC, ST এবং মহিলা আবেদনকারীদের জন্য 500 টাকা।
- অন্যান্য সকল শ্রেণীর আবেদনকারীদের জন্য 1000 টাকা আবেদন ফি জমা করতে হবে।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে “Indian Association for the Cultivation of Science” এর Favour-এ ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 23.12.2022 |
আবেদন শুরু | 23.12.2022 |
আবেদন শেষ | 31.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মাধ্যমিক পাশে রাজ্যে রেলের IRCTC-তে চাকরি