1/7: রাজ্যের মাদ্রাসাগুলির সার্বিক উন্নয়নের জন্য বড়ো পদক্ষেপ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার রাজ্যের মাদ্রাসায় বিপুল সংখ্যক পদে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে জানান মুখ্যমন্ত্রী। গত সোমবার বিধানসভাতে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের যে কটি সরকারি মাদ্রাসা আছে, সেগুলিতে মোট 6152 টি শিক্ষক পদের সাথে সাথে 433 টি অশিক্ষক পদেও কর্মী নিয়োগ করা হবে।
2/7: এর ফলে মাদ্রাসাগুলিতে একদিকে শিক্ষকের ঘাটতি যেমন মিটবে, তেমনই রাজ্যের বহু যুবক যুবতীর কর্মসংস্থান হবে।রাজ্য সরকারের উদ্যোগে এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করেছেন প্রার্থীরা।
3/7: কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োজিত করা হবে প্রার্থীদের। প্রথম ধাপে একটি 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এখানে উত্তীর্ণ প্রার্থীদের আবার 10 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপরে মোট 100 তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত মেধাতালিকা অনুয়ায়ী শিক্ষক পদে নিয়োগ করা হবে।
4/7: তবে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ ছাড়াও রাজ্যের মাদ্রাসাগুলির উন্নতিকল্পে একটি মাদ্রাসা উন্নয়নে কমিটি গঠন করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। এরই সাথে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে মোট বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার।
5/7: এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সংখ্যালঘু স্কলারশিপে দেশের মধ্যে আমরা এক নম্বর। কেন্দ্রীয় সরকার বাংলার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের বঞ্চনা করেছে। স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা ৪৫ লক্ষ ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিই।”
6/7: সোমবার মুখ্যমন্ত্রী দাবি করেন, বাম আমল অর্থাৎ 2011 সালের তুলনায় রাজ্যের সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12 গুণ।
7/7: ঐদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে আস্বস্ত করে আরও বলেন, “আমরা সব দল, সব ধর্মের সব মানুষের জন্য কাজ করব। আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমার কাছে এসে বলবেন।” মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রস্তাবনার পরে রাজ্যের মাদ্রাসাগুলির আদপেই কোনো উন্নতি হয় কিনা এখন সেটাই দেখার।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে ভূমি দপ্তরে চাকরি
- STPI তে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি
- NIA তে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
- WBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
- 600 এর বেশি শূন্যপদে মেট্রো রেলে চাকরি