পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ | WB New Home Guard Recruitment 2023

WB New Home Guard Recruitment

সামনেই দুর্গাপুজা, আর তার আগেই রাজ্যের বিভিন্ন জেলাতে হোম গার্ড (Home Guard) নিয়োগ  করবে রাজ্য সরকার। আপনিও যদি এই চাকরিতে জয়েন করতে চান তাহলে আজকের প্রতিবেদনটিতে দেওয়া তথ্যগুলি ভালো করে দেখুন। 

পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনীতে সাম্প্রতিক বছরগুলোতে হোম গার্ড পদে কর্মী নিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হোম গার্ডদের কাজ মূলত নাগরিকদের বাড়ি এবং সম্পত্তি রক্ষা করা।

আবার উৎসব অনুষ্ঠানের সময় এরা তারা কমিউনিটি পুলিশিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ ইত্যাদি কাজও করে থাকে। এই প্রতিবেদনে মূলত হোম গার্ড পদে চাকরি পাওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন, আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হল।

WB Home Guard Recruitment Details 2023

পদের নাম

হোম গার্ড (Home Guard)

হোম গার্ডের শিক্ষাগত যোগ্যতা

হোম গার্ড পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণী পাস (Eight Pass) হতে হবে।

হোম গার্ডের বয়সসীমা

হোম গার্ড পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী অর্থাৎ ST, SC, OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

হোম গার্ডের মাসিক বেতন

যে সকল প্রার্থীদের হোম গার্ড পদে চাকরি হবে, তাদের প্রতিদিন 550 টাকা করে দেওয়া হবে। এই হিসেবে মাসের শেষে বেতন দেওয়া হবে। 

হোম গার্ডের চাকরির জন্য আবেদন পদ্ধতি

হোমগার্ড পদে আবেদন করতে যারা ইচ্ছুক, তাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিকটবর্তী GRPS অফিসে যোগাযোগ করে রাখতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, OC এবং কমিশনের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। OC এর দ্বারা 7 থেকে 15 দিনের জন্য অস্থায়ী নিয়োগ করা হয়।

অন্যদিকে, কমিশনের মাধ্যমে নিয়োগ হয় WBTHG পদে সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছরের চুক্তিতে নিয়োগ হয়। তবে এই পদটি সম্পূর্ণ রূপে অস্থায়ী এবং চুক্তি ভিত্তিক।

প্রতি বছরের মত এবছরেও কলকাতা সংলগ্ন এলাকার বড়ো বড়ো পুজোগুলির ভিড় সামাল দিতে পুজোর আগে বহু সংখ্যক শূন্যপদে হোমগার্ড নিয়োগ করা হবে।

এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের এই কাজকর্ম ওয়েসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাধ্যমিক পাশে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় এয়ারপোর্টে চাকরি

👉 WBP লেডি কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র ২০২৩ PDF ডাউনলোড

👉 রাজ্যের গ্রামীণ উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি

👉 রাজ্যে মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে নিয়োগ শুরু, থাকছে কয়েক হাজার শূন্যপদ

👉 দীর্ঘ ৭ বছর পর SSC শিক্ষক নিয়োগের আপডেট! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি

Previous articleMECL এ গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 22 হাজার 900 টাকা | MECL Group-C Recruitment 2023
Next article2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন | SBI Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here