রাজ্যের কলকাতা NUHM সোসাইটি বা ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটির তরফ থেকে ইতিমধ্যেই নতুন গ্রুপ-C চাকরির বিজ্ঞপ্তি (Group-C Recruitment Notice) প্রকাশিত হয়েছে। এই চাকরির ক্ষেত্রে সকলেই উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।
রাজ্যের অন্তর্গত 23 টি জেলার সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নিচের প্রতিবেদনে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে।
WB NUHM Group-C Lab Technician Recruitment
নোটিশ নম্বরঃ 08/Kolkata NHUM Sociaty 2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 12.11.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম
ল্যাবরেটরি টেকনিশিয়ান (Lab Technician)
বেতন
এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
আরো চাকরি: রাজ্যে মিউনিসিপাল সার্ভিসে চাকরি
বয়সসীমা
01.01.2023 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে মেডিকেল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
মোট শূন্যপদ
এখানে সর্বমোট 2 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আরো চাকরি: দমকল কনস্টেবল পদে চাকরি
নিয়োগ পদ্ধতি
এখানে আবেদনকারী প্রার্থীদের মেরিট ও কম্পিউটার এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
কলকাতার NHUM সোসাইটি থেকে প্রকাশিত এই চাকরির ক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য কি কি করা লাগবে না নিচে আলোচনা করা হলো।
(1) প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।
(2) এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তির 4 নং পেজে অবস্থিত আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
(3) এরপরে আবেদনপত্রে নিজের নাম ঠিকানা যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
(4) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স ও সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(5) সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা করার ঠিকানা
Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata- 700013.
আরো চাকরি: মিশন নির্মল বাংলা প্রকল্পে চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 12.11.2022 |
আবেদন শুরু | 20.01.2022 |
আবেদন শেষ | 31.01.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিস – Click Here
🔥 আরো চাকরির আপডেট:- Click Here