পশ্চিমবঙ্গের ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটি বা NUHM সোসাইটি থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 285 টি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (C.H.A) শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্ট এমনকি নিজে হাতে গিয়েও আবেদন পত্র জমা দিতে পারেন। এখানে আবেদনের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে একে একে জেনে নিই আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য।
WB NUHM Society CHA Recruitment
নোটিশ নম্বরঃ 03/Kolkata City NUHM Society/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 22.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কমিউনিটি হেলথ এসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই ANM / GNM নার্সিং পাশ করে থাকতে হবে। সেইসাথে আবেদনকারীকে বাংলা ভাষায় ভালো দক্ষ হবে এবং নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।
বয়সসীমাঃ
উক্ত পদে আবেদনের জন্য আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
এক্ষেত্রে মোট 285 টি শুন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
প্রার্থীদের সাধারণত সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশের সাথে যুক্ত আবেদনপত্রটি পূরণ করতে হবে।
উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরতে হবে।
সবশেষে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
- বসবাসের প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Chief Municipal Health Officer / Secretary, Kolkata City NUHM Society, CMO Bldg, 5, S.N Banerjee Road, Kolkata – 700013
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.07.2022 |
আবেদন শুরু | 10.08.2022 |
আবেদন শেষ | 20.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-