পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিল (West Bengal Nursing Council) থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম অষ্টম পাশ (Eight Pass) শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ-ডি (Group-D) পদে নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
আজকের এই গ্রুপ-ডি পদের চাকরির জন্য কিভাবে আবেদন করতে হবে, বয়স কত দরকার, যোগ্যতা কত লাগবে, নিয়োগ কিভাবে হবে ইত্যাদি তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ে এক এক করে জেনে নিন। তারপর আবেদন করুন।
WB Nursing Council Group-D Recruitment
নোটিশ নম্বরঃ 5314/7/NC
নোটিশ প্রকাশের তারিখঃ 17.01.2023
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
রাজ্যের নার্সিং কাউন্সিলে গ্রুপ-ডি নিয়োগের বিস্তারিত তথ্য (WB Nursing Council Group-D Recruitment Details)
পদের নাম
গ্রুপ-D অ্যাসিস্ট্যান্ট (Group-D Assistant)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং কাউন্সিল রিলেটেড কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদ
মোট 1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি
এই গ্রুপ-ডি চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে 15 নম্বর ও কাজের অভিজ্ঞতার উপর 20 নম্বর এবং 15 নম্বরের ভাইবা নেওয়ার মাধ্যমের নিয়োগ করা হবে। অর্থাৎ মোট নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে প্রকাশিত এই গ্রুপ-ডি পদের চাকরির ক্ষেত্রে সবাইকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নরমাল পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে।
(1) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।
(2) এরপরে আবেদন পত্রের দুই নম্বর পেজে থাকা আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
(3) তারপরে আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
(4) এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(5) সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবে:
(1) পাসপোর্ট সাইজের ছবি (সেলফ অ্যাটেস্টেড)
(2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(3) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
(4) অষ্টম শ্রেনি পাশ সার্টিফিকেট
(5) ভোটার কার্ড অথবা আঁধার কার্ড অথবা অন্য কোনো ঠিকানার প্রমানপত্র
(6) কাউন্সিল সম্পর্কিত কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Registrar, West Bengal Nursing Council, Purta Bhavan, 3rd Floor, Room No- 302, DF Block, Salt Lake City, Sec-I, Kolkata-700091
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 17.01.2023 |
আবেদন শুরু | 17.01.2023 |
আবেদন শেষ | 27.01.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের হলদিয়াতে কর্মী নিয়োগ
🎯 SSC-তে MTS নিয়োগের বিজ্ঞপ্তি
🎯 পশ্চিমবঙ্গে অ্যাকাউন্ট ম্যানেজার পদে চাকরি