রাজ্যে মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে চাকরি, ২১ আগস্ট অবধি আবেদন চলবে

WB Power Development Corporation Apprentice Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) হল হল রাজ্য সরকারের অধীনস্থ একটি অন্যতম প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখানে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা এই পোস্টটিতে করা হয়েছে, বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

নোটিশ নং- WBPDCL/Apprentice/2023/01

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

  1. পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস / Technician Apprentice

শূন্যপদ- এখানে মোট 4 টি ট্রেডে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যা নিম্নরূপ:
Mechanical – 12 টি, Electrical – 10 টি, Instrumentation / Electronics – 5 টি, Mining – 3 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদের সংখ্যা 30 টি।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় নিয়ে B.Teh পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 9,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

2. পদের নাম- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস / Diploma Apprentice

শূন্যপদ- এখানে মোট 3 টি ট্রেডে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যা নিম্নরূপ:
Mechanical – 13 টি, Electrical – 10 টি, Instrumentation / Electronics – 6 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদের সংখ্যা 30 টি।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI ডিপ্লোমা পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 8,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়সীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এ্রর পরে প্রার্থীরা www.wbpdcl.co.in এর ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদনের তারিখ

আবেদনের শুরুর তারিখ- 01/08/2023

আবেদনের শেষের তারিখ- 21/08/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleSSC এর মাধ্যমে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, 1207 টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হলো
Next articleসংস্কৃতি দপ্তরে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই এইভাবে হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here