WB Primary TET Answer Key 2022: টেট পরীক্ষা ২০২২ এর অফিসিয়াল উত্তরপত্র (WB TET Official Answer Key) আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। ডিসেম্বর মাসের ১১ তারিখ রবিবার দীর্ঘ প্রতীক্ষিত প্রাইমারি টেট পরীক্ষা (TET 2022) অনুষ্ঠিত হয়েছে। যাতে পশ্চিমবঙ্গের ডিএড, বিএড পাশ করা মোটামুটি ৬ লক্ষ ৯০ হাজার অর্থাৎ সাত লক্ষের কাছাকাছি ছেলে-মেয়ে অংশগ্রহণ করেছে।
পরীক্ষার পরেই প্রাইমারি পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) টেট পরীক্ষার অ্যানসার কি পাবলিশ করার সম্পর্কে তার মন্তব্য জানিয়েছিলেন। পরীক্ষার এক সপ্তাহের পর অ্যানসার কি অর্থাৎ উত্তরপত্র পাবলিশ করার কথা জানানো হয়েছিল।
WB Primary TET Answer Key 2022
আপনিও যদি ১১ ডিসেম্বর ২০২২ এর টেট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করে টেটের অ্যানসার কি ডাউনলোড করে উত্তরগুলি অবশ্যই একবার মিলিয়ে নেবেন। এতে করে আপনি টেট পরীক্ষায় কত নম্বর পাবেন তা হিসাব করতে পারবেন।
Primary TET Exam 2022 Answer Key Overview
পশ্চিমবঙ্গের প্রাইমারি এডুকেশন বোর্ড অর্থাৎ WBBPE টেট পরীক্ষা কনডাক্ট করেছে। তাই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ২০২২ টেটের অ্যানসার কি ডাউনলোড করতে হবে। এক্ষত্রে www.wbbpe.org অথবা www.wbbpeonline.com ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করা যাবে।
পরীক্ষার নাম (Exam Name) | West Bengal teachers Eligibility TET (WB TET) |
পরীক্ষার বোর্ড (Exam Board) | West Bengal Board of Primary Education (WBBPE) |
পরীক্ষার তারিখ (Exam Date) | 11/12/2022 |
পরীক্ষার লেভেল (Exam Level) | (রাজ্য স্তর) State Level |
পরীক্ষার ধরন (Mode of Exam) | অফলাইন (Offline) |
পরীক্ষার ভাষা (Exam Language) | বাংলা এবং ইংরেজি (Bengali & English) |
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) | www.wbbpe.org |
প্রাইমারী টেট পরীক্ষা ২০২২ এর উত্তরপত্র ডাউনলোড করার প্রক্রিয়া (WB TET 2022 Answer Key Download Process)
টেট পরীক্ষার উত্তরপত্র (Answer Key) কীভাবে ডাউনলোড করতে তা নিচে থেকে বিস্তারিত জেনে নিন-
Step-I পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org ভিজিট করুন।
Step-II হোম পেজ অর্থাৎ প্রথম পেজে ‘TET 2022 Answer Key’ লেখার উপরে ক্লিক করুন।
Step-III এইবার নতুন পেজে অ্যানসার কি ডাউনলোড করার লিংক দেখা যাবে, এখানে ক্লিক করতে হবে।
Step-IV এরপর আপনার মোবাইলে অথবা কম্পিউটারে টেট পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ TET Answer Key ডাউনলোড হয়ে যাবে।
আর আপনি যদি এত খাটনি না করতে চান তার ব্যবস্থাও আমাদের কাছে রয়েছ। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরসরি WB TET 2022 Answer Key Download করতে পারবেন।
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন।
Important Links: 👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ TET 2022 Official Answer Key (All) | Download |
🔥 প্রাইমারি টেট ২০২২ প্রশ্নপত্র ডাউনলোড
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট-Click Here