পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি (WB TET Notification 2022) প্রকাশিত হয়ে গেল। দীর্ঘ টালবাহানার পর আজ অর্থাৎ 29 সেপ্টেম্বর তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
কারা কারা এই ২০২২ এর টেট পরীক্ষা দিতে পারবে, D.El.Ed/ B.Ed কোর্সের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের উত্তরও এই নোটিসের মাধ্যমে জানানো হয়েছে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, টেট পরীক্ষা পাশ করতে কত নম্বর পেতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে ইত্যাদি তথ্যগুলি নিচে থেকে দেখে নিন।
WB Primary TET Notification 2022
বিজ্ঞপ্তি নম্বর: 1572/WBPPE/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 29.09.2022
পদের নাম: প্রাইমারি শিক্ষক (ক্লাস-I-V)
টেট পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা (WB Primary TET Educational Qualification)
যেসমস্ত শিক্ষাগত যোগ্যতার কম্বিনেশনে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ দেওয়া যাবে সেগুলি হলো-
(1) 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং দুই বছরের ডিএলএড (D.El.Ed) কোর্স করা থাকতে হবে।
অথবা,
(2) 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 4 বছরের Bachelor Of Elementary Education (B.El.Ed) কোর্স করতে হবে।
অথবা,
(3) 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং Rehabilitation Council Of India (RCI) এর স্বীকৃত এডুকেশন (Education) বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।
অথবা,
(4) 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েশন পাস এবং বিএড (B.Ed) কোর্স করতে হবে।
টেট পরীক্ষায় নম্বরের ছাড় (WB Primary TET Relaxation of HS Marks)
ST, SC, OBC-A, OBC-B, Ex-Servicemen, PH (Physically Handicapped), DH (Death-in-Harmness) শ্রেণীর প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে 5 নম্বরের ছাড় পাবে। অর্থাৎ তারা উচ্চমাধ্যমিকে 45 শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবে।
TET পরীক্ষা 2022 এর জন্য কারা কারা আবেদন করতে পারবে?
(1) যারা ইতিমধ্যে NCTE স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে D.El.Ed এর ফাইনাল পরীক্ষা দিয়েছে অথচ রেজাল্ট পাবলিশ হয়নি তারা আবেদন করতে পারবে।
(2) যারা RCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে দুই বছরের D.Ed (Special Education) কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছে অথচ রেজাল্ট পাবলিশ হয়নি তারা আবেদন করতে পারবে।
(3) NCTE স্বীকৃতি প্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে যারা B.Ed কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছে অথচ রেজাল্ট পাবলিশ হয়নি তারাও আবেদন করতে পারবেন।
(4) যে সমস্ত প্রার্থীরা D.El.Ed/ D.Ed/ B.Ed কোর্সের 2020-2022 Session-এ পাঠরত এবং D.El.Ed/ D.Ed/ B.Ed কোর্সের Part-I পরীক্ষায় পাশ করেছে তারা টেট 2022 এর পরীক্ষায় বসতে পাবে।
টেট পরীক্ষা ২০২২ এর জন্য ভাষা নির্বাচন (WB Primary TET 2022 Language Selection)
- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষা 2022 এর প্রথম ভাষা (First Language) হিসেবে যে সমস্ত ভাষা গুলিকে নির্বাচন করতে পারবে সেগুলি হল- বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলুগু।
- সকলের জন্য দ্বিতীয় ভাষা হবে ইংরেজি।
টেট পরীক্ষার পাশ নম্বর (WB Primary TET Qualifying Marks)
যে সমস্ত পরীক্ষার্থী টেট পরীক্ষার মোট 150 নম্বরের মধ্যে 60% নম্বর পাবে তারা টেট 2022 পরীক্ষায় পাস বলে গণ্য হবে।
ST, SC, OBC-A, OBC-B, Ex-Servicemen, PH (Physically Handicapped), DH শ্রেণির প্রার্থীদের 5% নম্বরের ছাড় দেওয়া হবে অর্থাৎ তারা টেট পরীক্ষা 2022 এ 150 নম্বরের মধ্যে 55% নম্বর পেলেই পাস বলে গণ্য হবে।
প্রাইমারি টেট 2022 আবেদন প্রক্রিয়া (WB Primary TET 2022 Application Process)
West Bengal Board of Primary Education (WBBPE) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
আগামী 14 অক্টোবর 2022 তারিখ থেকে টেট পরীক্ষা 2022 এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। ঐ দিনই অর্থাৎ 14 অক্টোবর তারিখে প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আরো একটি ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
টেট পরীক্ষা ২০২২ আবেদন ফি (WB Primary TET 2022 Application Fee)
- General প্রার্থীদের 150 টাকা আবেদন ফি লাগবে।
- OBC-A এবং OBC-B প্রার্থীদের আবেদন ফি লাগবে 100 টাকা।
- ST, SC এবং PH শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি 50 টাকা জমা করতে হবে।
- ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 29.09.2022 |
আবেদন শুরু | 14.10.2022 |
আবেদন শেষ | 03.11.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট 👇👇
🎯 প্রাইমারি টেট (TET) পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে?
🎯 প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাস 2022
🎯 TET পরীক্ষার ঠিক আগেই ফের টেট কেলেঙ্কারি