চলতি ২০২৩ সালেও হচ্ছে টেট পরীক্ষা! কবে বিজ্ঞপ্তি বেরোবে? পরীক্ষার দিন কবে? সব জানালেন পর্ষদ সভাপতি

WB Primary TET will Conduct in December 2023 Said Primary Board President

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অচলাবস্থার শেষ নেই। টেট পাশ চাকরিপ্রার্থীদের অপেক্ষা বেড়েই চলেছে। তবে এরই মধ্যে ভেসে এল এক ঝলক টাটকা বাতাস। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরল চাকরিপ্রার্থীদের অনেকের মধ্যে। চলতি বছরই ফের হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। সম্ভবত গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হবে প্রাথমিকের টেট।

গত বছর অর্থাৎ ২০২২ সালে ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, মেটাল ডিটেক্টর সহ নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে। গত বছরের টেট পরীক্ষা আয়োজিত হয়।

বছরে ২ বার টেট পরীক্ষার প্রতিশ্রুতি সফল না বিফল?

গত বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছিলেন, তিনি বছরে দু’বার করে টেট পরীক্ষা আয়োজিত করতে চান। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বছরের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও একটিও টেট পরীক্ষা হয়নি।

এমনকি সপ্তাহখানেক আগে এমনও শোনা যাচ্ছিল এই বছর আর টেট পরীক্ষা হবে না। যদিও শেষ পর্যন্ত পাওয়া গেল সুখবর। বছরে দুটি না হলেও ২০২৩ সালে একটি অন্তত টেট পরীক্ষা হতে চলেছে।

গত বছর সেপ্টেম্বর মাসে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আর পরীক্ষা হয়েছিল ১১ ডিসেম্বর। এবারেও অনুরূপ ঘটনা ঘটতে চলেছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ সূত্র মারফত জানা গিয়েছে।

এই বছরেও ডিসেম্বরে হবে টেট পরীক্ষা

শোনা যাচ্ছে এই বছরেও চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপর আবেদন জানানো এবং আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা আয়োজিত হতে হতে ডিসেম্বর মাস হয়ে যাবে। এই বছর ১০ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর।

চলতি বছর টেট পরীক্ষা নেওয়ার বিষয়ে নবান্ন থেকে পর্ষদ সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই মুহূর্তে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে তৎপরতা তুঙ্গে।

দিন কয়েকের মধ্যেই পর্ষদ টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি বার করবে বলে খবর। উল্লেখ্য গতবছর প্রায় ৭ লক্ষ চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে দেড় লক্ষ চাকরিপ্রার্থী টেট উত্তীর্ণ হন। যদিও প্রাথমিকের টেট পরীক্ষায় পাস করলেও লাভ বিশেষ কিছু হয়নি। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ক্রমশই থমকে যাচ্ছে।

টেট পরীক্ষা হলেও চাকরির নিয়োগ থমকে

গতবছর টেট পরীক্ষার বিজ্ঞপ্তির পাশাপাশি প্রায় সাড়ে ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছিল পর্ষদ। সেই নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুটা এগোনোর পর সুপ্রিম কোর্ট তার উপর স্থগিতাদেশ জারি করেছে

এর যে ফল দাঁড়াচ্ছে তা হল, একের পর এক টেট পরীক্ষা হচ্ছে এবং উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীর সংখ্যা ক্রমশ‌ই বাড়ছে। কিন্তু কাউকেই নিয়োগ করা যাচ্ছে না বা হচ্ছে না। ফলে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই বছর ডিসেম্বরে আবার টেট পরীক্ষা হলে যোগ্য চাকরিপ্রার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে। এই সমস্যার সমাধান কীভাবে হবে তা অজানা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি

👉 দীর্ঘ ৭ বছর পর SSC শিক্ষক নিয়োগের আপডেট! রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি

👉 ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ১২,০০০ গ্রুপ-ডি নিয়োগ! রাজ্যের SSC-কে নতুনভাবে তৈরি করা হচ্ছে

👉 উচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

👉 NUJS এ গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরির বিজ্ঞপ্তি

Previous articleউচ্চমাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে দূরদর্শন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন
Next articleMECL তে অনেকগুলি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি | MECL Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here