পশ্চিমবঙ্গে আবারো ন্যাশনাল হেলথ মিশন (WB Recruitment Under NHM) এর আওতায় CMOH অফিসের অধীনে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই বিজ্ঞপ্তিটিতে অনেক পদে মোট 774 টি শূন্যপদে গ্রুপ-C কর্মী নিয়োগ করার কথা জানানো হয়েছে।
এখানে সাধারণত আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। রাজ্যের অন্তর্গত যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা একনজরে জেনে নিই এখানে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কাঠামো কেমন, বয়সসীমা কত হওয়া লাগবে, মোট কয়টি শূন্যপদ আছে, নিয়োগ পদ্ধতি কেমন ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
WB Recruitment Under NHM
নোটিশ নম্বরঃ CMOH/N24PGS/NHM/Rec./2022.8048
নোটিশ প্রকাশের তারিখঃ 26.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ মেডিকেল অফিসার ( Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ MCI যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.B.B.S পাস করে থাকতে হবে। অবশ্যই WBMC আওতায় রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 4 টি।
(2) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ এই পদের জন্য 25,000 টাকা প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং পাশ করে থাকলে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 262 টি।
(3) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং পাশ করে থাকতে হবে তাহলে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 434 টি।
(4) পদের নামঃ ব্লক এপিডোমায়োলজিস্ট (Block Epidemiologists)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে লাইফ সাইন্স কিংবা এফিডওমায়োলজি বিষয়ে M.Sc পাশ করে থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ এবং পাবলিক হেলথ সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(5) পদের নামঃ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে লাইফ সাইন্স বিষয়ে B.Sc/M.Sc পাশ করে থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ এবং পাবলিক হেলথ সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(6) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং সঙ্গে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এছাড়াও গভর্নমেন্ট সেক্টরে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
আবেদন পদ্ধতিঃ
উপরে উল্লেখিত সমস্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে পুনরায় লগইন করে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে এবং উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে।
শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য নোটিশের সাথে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে এরপরে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং তার সঙ্গে সমস্ত নথিপত্রগুলি যুক্ত করতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি একটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করতে হবে
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Chief Medical Officer of health & Member Secretary, District Level Selection Committee, North 24 Parganas.
আবেদন ফিঃ
আবেদন করার জন্য 100 টাকার আবেদন ফি জমা করতে হবে। রিজার্ভ ক্যাটেগরি যেমন- SC, ST, OBC দের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 26.08.2022 |
আবেদন শুরু | 01.09.2022 |
আবেদন শেষ | 07.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কেন্দ্রীয় ফুড কর্পোরেশনে 5043 শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ