রাজ্যে চাকরিপ্রার্থীদের সামনে আবারো এক বিশাল বড় সুযোগ। শিক্ষকের চাকরির জন্য অপেক্ষাকৃত চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটলো। ইতিমধ্যেই রাজ্যের মনিগ্রাম টার্গেট মিশনের তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য। নিচের প্রতিবেদনে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
WB School Assistant Teacher Recruitment
নোটিশ নম্বরঃ 05/TM/22
নোটিশ প্রকাশের তারিখঃ 17.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
বেতনঃ
অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 25,000 থেকে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে M.Sc সহ B.Ed করা থাকলে আবেদন করতে পারবেন।
এছাড়াও NEET কোচিংয়ের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ
03 টি
যে সমস্ত বিষয় নিয়োগ করা হবেঃ
- Physics
- Chemistry
- Botany
👍 আজকের এই নিয়োগ সম্পর্কে আরো জানার জন্য আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড (Notice Download) করতে হবে।
আবেদন পদ্ধতিঃ
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে ইমেলের মাধ্যমে।
- প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ইমেলে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ইমেলঃ
Email: [email protected]
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 17.08.2022 |
আবেদন শুরু | 17.08.2022 |
আবেদন শেষ | 28.08.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇