পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-C কর্মী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হল। রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল আর্বান হেলথ মিশনের আওতায় এই নিয়োগটি করা হবে।
আপনি কি আবেদন করতে ইচ্ছুক? আচ্ছা তাহলে আবেদন করার আগে নিয়োগের বিষয়ে গুরুত্বপুর্ন বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সমস্ত কিছু জেনে নিয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের এই চাকরির জন্য আবেদন করতে বলা হয়েছে।
নোটিশ নম্বরঃ SHFWS/2020/250
নোটিশ প্রকাশের তারিখঃ 20.05.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাকাউন্টস ম্যানেজার (Accounts Manager)
বেতনঃ প্রতি মাসে 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ এই পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ M.Com/ ICWA (Inter)/ CA (Inter) করা থাকতে হবে। সেইসাথে Tally 7.2/ 8.1 এর জ্ঞান এবং ডবল এনট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এর জ্ঞান থাকতে হবে।
শুন্যপদঃ 5 টি (SC-3, ST-1, PWD-1)
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
কাজের পোস্টিংঃ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা অথবা যেকোনো মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার নলেজ টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
সম্পূর্ন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। নোটিশের ২ নম্বর এই বিষয়ে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংক প্রতিদিনকার মতো আজকেও নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 20.05.2022 |
আবেদন শুরু | 25.05.2022 |
আবেদন শেষ | 03.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-