WB ভিলেজ পুলিশ (Village Police) নিয়োগ 2022- ভিলেজ পুলিশের কাজ, বেতন, বয়সসীমা

WB Village Police Recruitment 2022

পশ্চিমবঙ্গের একটি জেলার ১২ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ পদে (WB Village Police Recruitment 2022) নিয়োগ করা হবে। এই মুহুর্তে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

কোন জেলায় নিয়োগ করা হচ্ছে, ভিলেজ পুলিশের কাজ কি, কারা কারা আবেদন করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তা আজকে জানাবো।

২০১১ সালে পশ্চিমবঙ্গে তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর ভিলেজ পুলিশ পদে নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়। এর জন্য অবশ্য পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারেন।

আপনাকে জানিয়ে রাখি, যে পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়, আবেদনকারীকে অবশ্যই সেই উক্ত গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হয়।

West Bengal Village Police Recruitment 2022

WB Village Police Recruitment 2022

ভিজেল পুলিশের কাজ কি? (WB Village Police Duty)

একজন ভিলেজ পুলিশকে তার পঞ্চায়েত এলাকার বিভিন্ন খবরা খবর রাখতে হয়। সেইসাথে ভিলেজ পুলিশদের অন্যতম গুরুত্বপূর্ন কাজ হল নির্দিষ্ট এলাকার সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের নিয়ন্ত্রন করা। 

ভিলেজ পুলিশের বেতন (WB Village Police Salary)

প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভিলেজ পুলিশদের বেতন দেওয়া হয়। 

ভিলেজ পুলিশের জন্য বয়সসীমা (WB Village Police Age Limit)

ভিলেজ পুলিশ পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।

ভিলেজ পুলিশের চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা (WB Village Police Educational Qualification)

শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই ভিলেজ পুলিশ পদের চাকরির জন্য আবেদন করা যায়।

নিয়োগের স্থান (WB Village Police Posting)

পুরুলিয়া জেলার ৮ টি থানার মোট ১২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১ টি করে মোট ১২ টি শুন্যপদে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে।

জানা গিয়েছে, ঐ ১২ জন কর্মরত ভিলেজ পুলিশ তাদের চাকরি ছেড়ে দিয়েছে। তাই শুন্যপদ সৃষ্টি হওয়ায় খুব শীঘ্র এখানে ভিলেজ পুলিশ পদে নিয়োগ করা হবে। যার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

যেসমস্ত এলাকায় ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে

(1) পুরুলিয়া মফসসল থানার- গংগা, পিদরা ও ডিমডিহা গ্রাম পঞ্চায়েত

(2) ঝালদা থানার- কলমা, হেসাহাতু গ্রাম পঞ্চায়েত

(3) আদ্রা থানার- বেকো, আড়রা গ্রাম পঞ্চায়েত

(4) কেন্দা থানার- বিশরি গ্রাম পঞ্চায়েত

(5) আড়ষা থানার- বেলডি গ্রাম পঞ্চায়েত

(6) পুঞ্চা থানার- পুঞ্চা গ্রাম পঞ্চায়েত

(7) সাতুড়ি থানার- গড়শিকা গ্রাম পঞ্চায়েত

ভিলেজ পুলিশের জন্য আবেদন প্রক্রিয়া (WB Village Police Application Process)

একটি সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। নির্দিষ্ট থানায় গিয়ে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক এমন বিষয়ে একটি দরখাস্ত লিখতে হবে।

তারপর ঐ দরখাস্ত বা আবেদনপত্রের সাথে দরকারি কিছু নথিপত্রের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে নির্দিষ্ট থানায় গিয়ে আবেদকারীকে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট জমা করতে হবে

(1) মাধ্যমিক পাশের প্রমানপত্র

(2) পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার প্রমানপত্র

(3) বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

(4) শারীরিক সক্ষমতার সার্টিফিকেট (ডাক্তারের কাছ থেকে নিতে হবে)

(5) সাদা কাগজে চাকরি করতে ইচ্ছুকের জন্য একটি আবেদনপত্র বা দরখাস্ত

আবেদনের শেষ তারিখঃ  13 আগস্ট 2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

চাকরির আরো আপডেট-