WBCS ২০২৩ এর আবেদন শুরু হলো! সিলেবাস, যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখুন | WBCS 2023 Recruitment Notice

WBCS 2023 Recruitment Notice

WBCS 2023 এর Recruitment Notification প্রকাশিত হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে-মেয়েরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। তাদের মধ্যে অনেকেই তাদের আশানুরূপ ফল পেয়ে রাজ্যের পাবলিক সার্ভিসে চাকরিও পায়। অনেকে আবার ব্যর্থ হয়ে পুনরায় WBCS পরীক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে পুনরায় পরীক্ষা দেয়।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাকে WBCS 2023 এর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানাবো। আপনি যদি এইবার প্রথম পরীক্ষায় বসতে চলেছেন তাহলে নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছুই আপনাকে জানতে হবে। আর আপনি যদি এর আগেও WBCS পরীক্ষা দিয়ে থাকেন তবুও একবার এই বিষয়ে ভালো করে একবার জেনে ঝালাই করে নেবেন।

WBCS পরীক্ষার মাধ্যমে Group-A, Group-B, Group-C এবং Group-D এর বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। বিভিন্ন গ্রুপের চাকরির বেতনের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। নিচে এই নিয়োগের গুরুত্বপূর্ণ সব কিছুই, বিশেষ করে দরকারি শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, বেতনের পরিমান, আবেদন প্রক্রিয়া জানানো হয়েছে।

WBCS পরীক্ষার মাধ্যমে যেসমস্ত গ্রুপে নিয়োগ করা হয়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরিচালিত WBCS পরীক্ষার মাধ্যমে গ্রুপ-A, গ্রুপ-B, গ্রুপ-C এবং গ্রুপ-D তে নিয়োগ করা হয়। চলুন কোন গ্রুপের অধীনে কোন কোন বিভাগ রয়েছে পরপর জেনে নিই-

গ্রুপ-A (Group-A)

(1) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ  (West Bengal Civil Service- Executive)

(2) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস (Assistant Commissioner of Revenue in the integrated West Bengal Revenue Service)

(3) ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস (West Bengal Co-operative Service)

(4) ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস (West Bengal Labour Service)

(5) ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস (West Bengal Food and Supplies Service)

(6) ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস (West Bengal Employment Service)

গ্রুপ-B (Group-B)

(1) ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস (West Bengal Police Service)

গ্রুপ-C (Group-C)

(1) সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারি়টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম (Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central Correctional Home)

(2) জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (Joint Block Development Officer)

(3) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস (Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices)

(4) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস (West Bengal Junior Social Welfare Service)

(5) ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস (West Bengal Subordinate Land Revenue Service, Grade-I)

(6) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার (Assistant Commercial Tax Officer)

(7) রেজিস্ট্রার/ জয়েন্ট রেজিস্ট্রার- কনজিউমার অ্যাফেয়ার্স দফতর (Registrar/ Joint Registrar under the Consumer Affairs Department)

(8) অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার- সেচ (Assistant Canal Revenue Officer- Irrigation))

(9) চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস (Chief Controller of Correctional Services)

গ্রুপ-D (Group-D)

(1) ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি (Inspector of Co-operative Societies)

(2) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার (Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department)

(3) রিহ্যাবিলিটেশন অফিসার (Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department)

WBCS গ্রুপ অনুযায়ী মাসিক বেতনের পরিমান

গ্রুপ-A: পে লেভেল 16 অনুযায়ী প্রতিমাসে 56,100 – 1,44,300 টাকা।

গ্রুপ-B: পে লেভেল 16 অনুযায়ী প্রতিমাসে 56,100 – 1,44,300 টাকা।

গ্রুপ-C:

  • পে লেভেল 12 অনুযায়ী প্রতিমাসে 35,800 – 92,100 টাকা।
  • পে লেভেল 14 অনুযায়ী প্রতিমাসে 39,900 – 1,02,800 টাকা।
  • পে লেভেল 15 অনুযায়ী প্রতিমাসে 42,600 – 1,09,800 টাকা।

গ্রুপ-D: পে লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে 32,100 – 82,900 টাকা।

WBCS ২০২৩ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা (WBCS Recruitment 2023 Educational Qualification) 

সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ হয়ে থাকলে আবেদন করা যাবে। সেইসাথে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে পারতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানার বিষয়টি প্রযোজ্য না।

WBCS ২০২৩ আবেদনের জন্য বয়সসীমা (WBCS Recruitment 2023 Age Limit)  

01/01/2023 তারিখ অনুযায়ী 21-36 বছরের মধ্যে বয়স থাকলেই WBCS 2023 Exam এর জন্য এইবার ফর্ম ফিল আপ করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC সহ অন্যান্য সংরক্ষিত শ্রেনির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

WBCS ২০২৩ নিয়োগ প্রক্রিয়া (WBCS 2023 Recruitment Process)

(1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)

(2) মেন পরীক্ষা (Main Exam)

(3) ইন্টারভিউ (Interview)

WBCS ২০২৩ পরীক্ষার সিলেবাস (WBCS 2023 Official Syllabus)

এইবার আমরা এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানবো। যেকোনো প্রতিযোগীতামূলক চাকরির পরীক্ষা পাশ করার বা ক্র্যাক করার জন্য সিলেবাস ভালোভাবে জানা অত্যন্ত জরুরী। নিচে আমরা WBCS পরীক্ষার সিলেবাস ডাউনলোড করার লিংক দিয়েছি। সেটি ডাউনলোড করে একবার মনোযোগ সহকারে দেখলে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। 

WBCS প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস (WBCS 2023 Preliminary Syllabus)

  • ২০০ নম্বরের প্রিলি পরীক্ষা হবে।
  • সময়সীমা থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।
  • ৮ টি বিষয় থেকে ২০০ টি প্রশ্ন থাকে। (প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বর করে থাকে)  
  • প্রশ্ন হবে MCQ টাইপের। 
Sl.  Subject Marks
1. English Composition 25
2. General Science 25
3. Current events of National & International Importance 25
4. History of India 25
5. Geography of India with special reference to West Bengal 25
6. Indian Polity and Economy 25
7. Indian National Movement 25
8. General Mental Ability 25

WBCS মেন পরীক্ষার সিলেবাস (WBCS 2023 Main Syllabus)

  • মেন পরীক্ষা মোট ৭ টি পেপারের হয়ে থাকে।
  • ৬ টি কম্পালসারি এবং একটি অপশনাল।
  • প্রতিটি পেপারে ২০০ নম্বর থাকে।
  • প্রশ্ন হয় বর্ণনামূলক বা Descriptive টাইপের। 

📄 WBCS 2023 Syllabus: Download

কোড সহ WBCS প্রিলিমিনারি পরীক্ষার সেন্টার (WBCS Recruitment 2023 Preliminary Exam Centers)

  • কলকাতা (১১)
  • বারুইপুর (১২)
  • ডায়মন্ড হারবার (১৩)
  • ব্যারাকপুর (১৪)
  • বারাসাত (১৫)
  • হাওড়া (১৬)
  • চুঁচুড়া (১৭)
  • বর্ধমান (১৮)
  • দুর্গাপুর (১৯)
  • মেদিনীপুর (২০)
  • তমলুক (২১)
  • বাঁকুড়া (২২),
  • পুরুলিয়া (২৩)
  • ঝাড়গ্রাম (২৪)
  • সিউড়ি (২৫)
  • কৃষ্ণনগর (২৬)
  • বহরমপুর (২৭)
  • মালদহ (২৮)
  • বেলুড় ঘাট (২৯)
  • রায়গঞ্জ (৩০)
  • জলপাইগুড়ি (৩১)
  • আলিপুরদুয়ার (৩২)
  • কোচবিহার (৩৩)
  • শিলিগুড়ি (৩৪)
  • কালিম্পং (৩৫) এবং
  • দার্জিলিং (৩৬)

WBCS ২০২৩ আবেদন প্রক্রিয়া (WBCS Recruitment 2023 Application Process)

(1) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

(2) মোবাইল অথবা কম্পিউটার থেকে প্রথমে কমিশনের ওয়েবসাইট ওপেন করতে হবে। তারপর আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যারা এর আগে তাদের মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।

(3) Enrollment Number এবং Password লিখে ক্যাপচা ফিল করে লগ ইন করতে হবে। এরপর আবেদন করার জন্য মেন পেজ ওপেন হবে। সঠিক তথ্য দিয়ে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে।

(4) পূরন করা তথ্য গুলি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে মিলিয়ে নিতে হবে। সবশেষে আবেদন ফি প্রযোজ্য হলে তা অনলাইনের মাধ্যমে জমা করে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিতে হবে।

WBCS ২০২৩ অনলাইন আবেদন ফি (WBCS Recruitment 2023 Application Fees)

অনলাইনে আবেদন করার জন্য 210/- টাকা ফি লাগবে। তবে পশ্চিমবঙ্গের SC, ST, PwBD শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না।

WBCS ২০২৩ আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (WBCS Recruitment 2023 Important Dates)

  • বিজ্ঞপ্তি প্রকাশ- 25/02/2023
  • আবেদন শুরু- 28/02/2023
  • আবেদন শেষ- 21/03/2023 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেল: Join Now

📄 WBCS 2023 Official Notification: Download

🌐 WBPSC Official Website: Click Here

WBCS 2023 Application: Apply Now