পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যান মন্ত্রকের (WBHFWS) তরফ থেকে গ্রুপ-C চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি উত্তর ২৪ পরগনা জেলাতে করা হবে। তবে রাজ্যের সমস্ত জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
WBHFWS গ্রুপ-সি কোন কোন পদে নিয়োগ করা হবে, মোট শুন্যপদ কয়টি আছে, কিভাবে আবেদন করতে হবে এবং মাসিক বেতন কত দেওয়া হবে জেনে নিন। তারপর নিজের যোগ্যতার ভিত্তিতে যেকোনো পদে আবেদন করুন।
WBHFWS Recruitment 2022
নোটিশ নম্বরঃ CMOH/N24PGS/NHM/1094
নোটিশ প্রকাশের তারিখঃ 08.02.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) কো-অর্ডিনেটর (Co-Ordinator)
(2) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator)
পদ সংক্রান্ত তথ্য (Post Details)
(1) পদের নাম- কো-অর্ডিনেটর
বেতন- প্রতি মাসে ৪৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- পোষ্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করা থাকতে হবে অথবা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর ডিগ্রি থাকতে হবে।
- কম্পিউটারে MS Office এর কাজের দক্ষতা থাজতে হবে।
- সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- ৮ টি
(2) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর
বেতন- প্রতি মাসে ১৩ হাজার ৫৬০ টাকা
বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
- কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point, MS Access এবং ইন্টারনেটের কাজ জানতে হবে।
শুন্যপদ- ৪ (চার) টি
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল
আবেদন প্রক্রিয়াঃ
উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে প্রথমে মোবাইল নম্বর, ইমেল এবং কিছু তথ্য পূরন করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ করতে হবে এবং দরকারি সমস্ত তথ্য পূরন করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফিঃ
আনরিজার্ভ (UR) দের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। রিজার্ভ বা সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি লাগবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.02.2022 |
আবেদন শুরু | 08.02.2022 |
আবেদন শেষ | 18.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের ইউনিভার্সিটিতে ‘হোস্টেল সুপারিনটেনডেন্ট’ পদে চাকরি
- রাজ্যের স্বাস্থ্য দপ্তরে PMW পদে কর্মী নিয়োগ
- রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-D সুইপার পদে চাকরি