রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আরো অন্যান্য পোষ্টে চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের ওয়েবসাইটে ঐ সমস্ত বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারে জানানো হয়েছে। আজকের আমরা স্বাস্থ্য দপ্তরে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারে জানাবো।
আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, শুন্যপদ এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
WB Medical Technologist Recruitment 2021
নোটিশ নম্বরঃ R/MT(LAB)/14/2021
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.11.2021 |
আবেদন শুরু | 03.11.2021 |
আবেদন শেষ | 18.11.2021 |
পোষ্টের নামঃ মেডিক্যাল টেকনোলজিস্ট (Medical Technologist Grade III)
বেতনঃ প্রতি মাসে 28,900 টাকা, সেইসঙ্গে সরকারি বিভিন্ন ভাতা দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21-39 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2021 তারিখ অনুযায়ী। ST, SC শ্রেণিরা ৫ বছরের এবং OBC-শ্রেনিরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা মেডিক্যাল টেকনোলজি বিষয়ে দুই বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদঃ
132 (UR-67, SC-30, ST-8, OBCA-13, OBCB-10, PWD-4)
আবেদন ফিঃ
160 টাকার আবেদন ফি লাগবে। শুধুমাত্র ST, SC এবং PWD শ্রেণির আবেদনকারীদের কোনো আবেদন ফি লাগবে না।
নিয়োগ প্রক্রিয়াঃ
এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। অ্যাকাডেমিক, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নম্বর বিভাজনটি হল, অ্যাকাডেমিক নম্বর-75, অভিজ্ঞতার নম্বর-15 এবং ইন্টারভিউয়ে থাকবে-10 নম্বর। অর্থাৎ 100 নম্বরের উপর পরীক্ষা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ ‘হেলথ রিক্রুটমেন্ট বোর্ড’ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। 03.11.2021 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 18.11.2021 তারিখ দুপুর 1.00 টা পর্যন্ত। ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।