পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর মাধ্যমে রাজ্যে আরো একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হল। নিয়োগ করা হবে ফুড সেফটি অফিসার পদে। অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যে আবেদন করার প্রক্রিয়া চালু রয়েছে।
2022 সাল শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আমরা যে নিয়োগটির বিষয়ে জানাচ্ছি সেটি এই বছরের ৩ নম্বর নিয়োগের নোটিশ। কয়েকদিন আগেই আমরা ১ নম্বর নিয়োগের নোটিশের বিষয়ে জানিয়েছি।
আজকের এই ফুড সেফটি অফিসার পদে চাকরির নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আমরা এক এক জানবো। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ন বিষয় জেনে নিয়ে তারপর আবেদন করবেন।
নোটিশ নম্বরঃ 3 of 2022
নোটিশ প্রকাশের তারিখঃ 17.03.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ ফুড সেফটি অফিসার (Food Safety Officer)
বেতনঃ পে লেভেল 11 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ ফুড সেফটি অফিসার পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 39 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। SC, ST শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC শ্রেনিরা তিন বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Food Technology/ Diary Technology/ Bio-Technology/ Oil Technology/ Agricultural Science/ Veterinary Sciences/ Bio-Chemistry/ Micro-Biology/ Master’s Degree in Chemistry/ Degree in Medicine- এর মধ্যে যেকোনো একটি ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদঃ 6 টি (UR-3, UR-PWD-1, ST-1, OBC-1)
নিয়োগ প্রক্রিয়াঃ দুটি ধাপে নিয়োগ করা হবে-
(1) লিখিত পরীক্ষা- ৩০০ নম্বর
(2) পার্সোনালিটি টেস্ট- 60 নম্বর
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার ওয়েবসাইট হল- www.mscwb.org. ২১ মার্চ থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা ১৬ এপ্রিল তারিখ পর্যন্ত চালু থাকবে।
আবেদন করার সময় আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করে দরকারি তথ্য দিয়ে অনলাইন ফর্ম পুরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ UR, OBC দের ক্ষেত্রে 200 টাকা আবেদন ফি জমা করতে হবে। SC, ST এবং PH শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 50 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 17.03.2022 |
আবেদন শুরু | 21.03.2022 |
আবেদন শেষ | 16.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update