পশ্চিমবঙ্গ মিনিসিপাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission- WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে করা হবে।
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরাই এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি চাওয়া হয়েছে, শূন্যপদ কয়টি রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছুই জেনে নিন।
WBMSC Madhyamik Pass Job
অফিসিয়াল নোটিশ নম্বর: WBMSC/web/43/Direct-I
নোটিশ প্রকাশের তারিখ: 23/12/2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনে নিয়োগের বিস্তারিত তথ্য (WBMSC Recruitment Details)
পদের নাম:
সাব-ওভারসিয়ার (Sub-Overseer)
মাসিক বেতন:
পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। ST, SC, OBC, PWD বিভিন্ন শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী তিন থেকে দশ বছরের ছাড় পেয়ে যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
শূন্যপদ:
এক্ষেত্রে মোট 75 টি শূন্যপদে নিয়োগ করা হবে। শুন্যপদের বিন্যাস অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথম পেজে দেওয়া আছে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
নিয়োগের কোটা:
এই নিয়োগটি স্পোর্টস কোটায় করা হবে।
যে সমস্ত স্পোর্টস খেলে থাকতে হবে:
Athletics, Badminton, Basketball, Cricket, Football, Hockey, Swimming, Table Tennis, Volleyball, Tennis, Weightlifting, Wrestling, Boxing, Cycling, Gymnastic, Judo, Rifle Shooting, Kho Kho.
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা (Written Test)- 200 নম্বর।
- পার্সোনালিটি টেস্ট (Personality Test)- 40 নম্বর।
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গ মিনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.mscwb.org.
(3) এই ওয়েবসাইটটি ওপেন করে প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরেই আবেদনের মেইন প্রক্রিয়া শুরু হবে।
(4) আবেদন করার সময় আবেদনকারীকে তার সঠিক তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
(5) সেই সাথে দরকারি বেশ কিছু ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট ইত্যাদির ডকুমেন্টস গুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করে দিতে হবে।
(6) সবশেষে অনলাইনে পূরণ করা তথ্যগুলি মিলিয়ে নিয়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি:
- UR এবং OBC শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি 200 টাকা।
- পশ্চিমবঙ্গের SC, ST এবং PWD শ্রেণীদের ক্ষেত্রে আবেদন ফি 50 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 23.12.2022 |
আবেদন শুরু | 29.12.2022 |
আবেদন শেষ | 28.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 5 টি রাজ্যে বন্ধ হল স্কুল! করোনা নয় অন্য কারনে
🎯 1458 টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ