পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন বা WBMSC এর তরফ থেকে ২০২৩ সালে চাকরির নিয়োগের জন্য নতুন কয়েকটি বিজ্ঞপ্তি জারি হলো। এখানে বিভিন্ন পদের জন্য শূন্যপদ থাকায় নিয়োগ করানো হচ্ছে। ইচ্ছুক এবং যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা বা জায়গা থেকেই আবেদন করতে পারবে।
নিয়োগ সমক্রান্ত যাবতীয় বিষয়াদি এবং তথ্য নিচে আপনি একে একে পেয়ে যাবেন। সেইসাথে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করার এবং আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
পদের নাম, যোগ্যতা, শূন্যপদ এবং অন্যান্য তথ্য
1. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- সিভিল (Sub Assistant Engineer- Civil)
শূন্যপদ- এখানে 67 টি শূন্যপদে নিয়োগ করা হবে। (UR-29, UR PWD-2, SC- 19, ST-04, OBC-13)
2. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- ইলেকট্রিকাল (Sub Assistant Engineer- Electrical)
শূন্যপদ- এখানে 10 টি শূন্যপদে (UR-7, SC-1, ST-1, OBC-1) নিয়োগ করা হবে।
3. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- মেকানিকাল (Sub Assistant Engineer- Mechanical)
শূন্যপদ- এখানে 10 টি শূন্যপদে (UR-5, UR PWD-1, SC-3, OBC-1) নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
উপরের তিনটি পদের জন্য প্রার্থীদের যথাক্রমে Civil, Electrical এবং Mechanical Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 37 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতনের পরিমান
পে লেভেল 12 অনুযায়ী এখানে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
- লিখিত পরীক্ষাটি 200 নম্বরের হবে।
- মোট 100 টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2।
- 2 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার জন্য।
- 40 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
- কমিশনার অফিস, কলকাতা-তে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত হতে হবে।
- দুইটি ধাপ সম্পন্ন হবার পর মেরিট লিস্ট বের করা হবে।
- লিস্ট অনুয়ায়ী প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.mscwb.org এ গিয়ে আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে অনলাইন ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার অফিসিয়াল ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হল। ওই লিঙ্কটির উপর ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR এবং OBC দের 200 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
30 এপ্রিল 2023 তারিখের মধ্যে এখানে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ (Civil): Download
✅ অফিসিয়াল নোটিশ (Electrical): Download
✅ অফিসিয়াল নোটিশ (Mechanical): Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির বিজ্ঞপ্তি 👇👇
- ৩০ হাজার টাকার বেতনে রাজ্যে IRCTC তে চাকরি
- ভারতীয় স্টেট ব্যাংকে (SBI) গুরুত্বপূর্ণ পদে চাকরির বিজ্ঞপ্তি
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-B স্থায়ী পদে চাকরি