পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেড (West Bengal Medical Service Corporation LTD) অর্থাৎ WBMSCL-এ 147 টি শূন্যপদে নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। এখানে রাজ্যের তো বটেই, সাথে দেশের যে কোনও যোগ্য প্রার্থীরাও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নম্বর – H FW-27 099 I 54 I 2023-PRO OFFCR (NHM) (HFW)-Dept. of H &FW
নোটিশ প্রকাশের তারিখ – 28thApril, 2023
পদের নাম এবং শূন্যপদ
1. স্টেট ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্ট / State Infrastructure Consultant (Electrical)
শূন্যপদ – 1 টি।
2. স্টেট ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্ট / State Infrastructure Consultant (Civil)
শূন্যপদ – 1 টি।
3. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (Civil)
শূন্যপদ – 46 টি।
4. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Assistant Engineer (Electrical)
শূন্যপদ – 3 টি।
5. আইটি কনসালটেন্ট / IT Consultant
শূন্যপদ – 2 টি।
6. প্রোকিওরমেন্ট কনসালটেন্ট / Procurement Consultant
শূন্যপদ – 3 টি।
7. ডিস্ট্রিক্ট প্রোকিওরমেন্ট কো অর্ডিনেটর / District Procurement Coordinator
শূন্যপদ – 28 টি।
8. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Sub Assistant Engineer (Civil)
শূন্যপদ – 23 টি।
9. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / Sub Assistant Engineer (Electrical)
শূন্যপদ – 3 টি।
10. প্রোগ্রাম ম্যানেজার / Program Manager (Urban)
শূন্যপদ – 1 টি।
11. প্রোগ্রাম ম্যানেজার / Program Manager (Rural)
শূন্যপদ – 1 টি।
12. ফাইনান্স কনসালটেন্ট / Finance Consultant
শূন্যপদ – 1 টি।
13. ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator
শূন্যপদ – 34 টি।
প্রয়োজনীয় যোগ্যতা
এখানে মোট 13 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
মাসিক বেতন
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 15,000 টাকা থেকে সর্বোচ্চ 65,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.wbmsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে হবে।
আবেদন করার সুবিধার জন্য আমরা আবেদন করার লিঙ্ক নিচে দিয়ে রেখেছি। ওই লিংকে ক্লিক করেই সরাসরি আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা
16-May-2023 তারিখের 11.59 pm অবধি এখানে আবেদন জানানো যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- পশ্চিমবঙ্গের পৌরসভায় SAE পদে চাকরি
- অ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-সি চাকরি
- গ্রুপ-সি জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, হেড ক্লার্ক নিয়োগ
- সাউথ-ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ