WBP কনস্টেবল নতুন ১২ হাজারের বেশি শূন্যপদ! তিন মাসের মধ্যে নিয়োগ?

WBP Constable New More than 12 thousand vacancies! Recruitment within three months

1/7: 11 মে অর্থাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের কর্মসংস্থান সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন। এর মধ্যে ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা সহ এক সপ্তাহের ট্রেনিং দিয়ে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ ইত্যাদি রয়েছে।

2/7: তবে এরই সাথে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি বছরে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তিন মাসের মধ্যে পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশের পরেই রাজ্য পুলিশ বোর্ড নড়েচড়ে বসেছে

3/7: সূত্রের খবর বলছে, সত্ত্বর কলকাতা পুলিশের তরফে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের কর্মসূচি গ্রহণ করা হবে।

4/7: প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত বেশ কিছু মাস ধরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদের নিয়োগ আটকে আছে। এর ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে পুলিশে শূন্যপদের সংখ্যা। বর্তমানে কলকাতা পুলিশে মোট অনুমোদিত পদের সংখ্যাটি ৩৫ হাজার ৬০৯

5/7: এর মধ্যে ২৩ হাজার ২৬৮ টি পদে কর্মী কর্মরত রয়েছেন। তবে এখনও বাকি রয়ে গিয়েছে ১২ হাজার ৩৪১ টি শূন্যপদ। এই ১২,৩৪১ টি শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলেই জানা গিয়েছে।

6/7: এদিকে, বর্তমানে কলকাতা পুলিশের সব পদ মিলিয়ে মোট যে শূন্যপদের সৃষ্টি হয়েছে, তার সংখ্যা বেশ আশঙ্কাজনক। এই মুহূর্তে, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ রয়েছে প্রায় ৫৯৩ টি, আবার সার্জেন্ট পদে শূন্যপদ রয়েছে ৫৯২ টি। 

7/7: কনস্টেবল পদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যাটা আবার ৮৬৫৬ টি এবং অন্যান্য সমস্ত পদ মিলিয়ে আরও প্রায় ২৫০০ টি পদ খালি রয়েছে। এই বিপুল সংখ্যক পদে নিয়োগ হলে তা রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে অবশ্যই একটি বড়ো সুযোগ। অফিশিয়াল নোটিফিকেশন জারি হবার জল্পনায় দিন গুনছেন প্রার্থীরা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleরাজ্যে নতুন বন সহায়ক পদে চাকরি, ২০০০ শূন্যপদে বিরাট নিয়োগ | West Bengal Bana Sahayak Recruitment 2023
Next articleকলকাতা CNCI-তে সোশ্যাল অয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here