পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগে চাকরি, ২০ হাজার টাকা মাসিক বেতন

WBP Housing Development Recruitment

পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBP Housing Development Recruitment)।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকলে রাজ্যের সমস্ত জেলা থেকেই চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবে। 

আর বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা জানবো, ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করা যাবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে এবং ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করবে ইত্যাদি বিষয়ে। 

WBP Housing Development Recruitment

WBP Housing Development Recruitment

নোটিশ নম্বরঃ  02/2022

নোটিশ প্রকাশের তারিখঃ  11.05.2022 

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- সিভিল (Sub Assistant Engineer- Civil)

(2) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- ইলেকট্রিকাল (Sub Assistant Engineer- Electrical)

বেতনঃ 

দুটি পদের ক্ষেত্রেই প্রতি মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে। 

বয়সসীমাঃ 

01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21 – 40 বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ

(1) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- AICTE অথবা WBSCTE এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

সেইসাথে যেকোনো ইঞ্জিনিয়ারিং সংস্থায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

(2) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল)- AICTE অথবা WBSCTE এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে তিন বছরের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

সেইসাথে যেকোনো ইঞ্জিনিয়ারিং সংস্থায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

চাকরির ধরনঃ 

কন্ট্রাকচুয়াল বেসিসে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে বা মাধ্যমে আবেদন করা যাবে না। অনলাইনে আবেদন শুরু হবে 18 মে তারিখ থেকে এবং চলবে আগামী 3 জুন তারিখ পর্যন্ত। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  11.05.2022
আবেদন শুরু  18.05.2022
আবেদন শেষ 03.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ অনলাইনে আবেদন করুনঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update