WBP Lady Constable Recruitment 2023: রাজ্য সরকারের পুলিশে লেডি কনস্টেবল পদে ১৪২০ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়ায়ল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি জারি তরফে। সারা রাজ্য থেকে মাধ্যমিক পাশে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হবে। লেডি কনস্টেবল নিয়োগের সমস্ত বিষয় বিস্তারিত জানতে নিচের তথ্যগুলি দেখুন।
লেডি কনস্টেবল নিয়োগ ২০২৩ এর বিস্তারিত তথ্য (WBP Lady Constable Recruitment 2023 Details)
যে পদে নিয়োগ হবে
লেডি কনস্টেবল (Lady Constable)
লেডি কনস্টেবলের যোগ্যতা (WBP Lady Constable Eligibility Criteria 2023)
আবেদন করার জন্য প্রার্থীদের,
1) ভারতের নাগরিক হতে হবে।
2) মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
3) বাংলা লিখতে, বলতে, পড়তে জানতে হবে।
4) গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং ST বাদে অন্যান্য প্রার্থীদের উচ্চতা 160 cm এবং ওজন 49 kg হতে হবে।
5) গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং ST শ্রেনির প্রার্থীদের উচ্চতা 152 cm এবং ওজন 45 kg হতে হবে।
6) শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
লেডি কনস্টেবল বয়সসীমা (WBP Lady Constable Age Limit 2023)
18 বছর থেকে 30 বছর বয়সী সমস্ত যোগ্য মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ST, SC, OBC শ্রেনির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
লেডি কনস্টেবল মাসিক বেতন (WBP Lady Constable Salary 2023)
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 22,700 – 58,500 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
লেডি কনস্টেবল নিয়োগ পদ্ধতি (WBP Lady Constable Recruitment Process 2023)
1) প্রথমে প্রার্থীদের PRELIMINARY WRITTEN TEST নেওয়া হবে। এর পূর্ণমান থাকবে 100। মোট 100 টি প্রশ্ন থাকবে বাংলা এবং নেপালি ভাষাতে। এর মধ্যে General Awareness and General Knowledge থেকে 40 টি, Elementary Mathematics থেকে 30 টি এবং Reasoning থেকে 30 টি প্রশ্ন আসবে। প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য ¼th নেগেটিভ মার্কিং হবে।
2) দ্বিতীয় ধাপে PHYSICAL MEASUREMENT TEST (PMT) নেওয়া হবে যেসব প্রার্থীরা প্রথম ধাপে উত্তীর্ণ হবে, তাদের। এখানে ওজন, উচ্চতা ইত্যাদি দেখা হবে।
3) তৃতীয় পর্যায়ে PHYSICAL EFFICIENCY TEST (PET) নেওয়া হবে যেখানে 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় সম্পন্ন করতে হবে প্রার্থীদের।
4) উপরের সব ধাপগুলি উত্তীর্ণ হবেন যারা, তাদের FINAL WRITTEN EXAMINATION নেওয়া হবে 85 নম্বরের। এখানে General Awareness and General Knowledge থেকে 25 টি, Elementary Mathematics থেকে 25 টি, Reasoning থেকে 25 টি এবং English থেকে 10 টি প্রশ্ন আসবে। প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য ¼th নেগেটিভ মার্কিং হবে।
5) ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বরের। সব শেষে মেরিট লিস্ট বের করে, সেই লিস্ট অনুসারে প্রার্থীদের নিয়োগ করা হবে।
লেডি কনস্টেবল শূন্যপদ ২০২৩ (WBP Lady Constable Vacancy 2023)
এখানে মোট 1420 টি শূন্যপদ রয়েছে। ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেখতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। নোটিশের প্রথম পেজেই এই বিষয়ে বিস্তারিত ছকের আকারে দেওয়া রয়েছে।
লেডি কনস্টেবল আবেদন পদ্ধতি (WBP Lady Constable Application Process 2023)
অনলাইনে আবেদন করার জন্য https://prb.wb.gov.in অথবা wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন করার লিঙ্ক নিচে পেয়ে যাবেন, যা ২৩ এপ্রিল থেকে Active হবে। ওই লিংকে ক্লিক করে আপনি সহজেই আবেদন করতে পারবেন।
লেডি কনস্টেবল আবেদন ফি (WBP Lady Constable Appalication Fees 2023)
এখানে আবেদন করার জন্য UR দের 170 টাকা এবং পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনির প্রার্থীদের 20 টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।
লেডি কনস্টেবলের আবেদনের সময়সীমা (WBP Lady Constable Application Period 2023)
২৩ এপ্রিল ২০২৩ (23.04.2023) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা আগামী ২২ মে ২০২৩ (22.05.2023) তারিখ অবধি চলবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-B চাকরি
- HLL কোম্পানিতে আঞ্চলিক ম্যানেজার পদে চাকরি
- রাজ্যের জেলা স্বাস্থ্য ভবনে ১৭ ধরনের পোস্টে নিয়োগ