WBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন | WBP Warder Recruitment 2023

WBP Warder and Female Warder Recruitment 2023

পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সদ্য প্রকাশ করা হয়েছে জেল পুলিশ অর্থাৎ ওয়ার্ডার এবং মহিলা ওয়ার্ডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু হবে 6 অগাস্ট থেকে। নূন্যতম মাধ্যমিক যোগ্যতাতেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।WBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন |

WBP Warder and Female Warder Recruitment 2023

নোটিশ নং- WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23)

জেল পুলিশ নিয়োগ ২০২৩ বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

জেল পুলিশ অর্থাৎ ওয়ার্ডার এবং মহিলা ওয়ার্ডার / Warders & Females Warder

জেল পুলিশ নিয়োগ ২০২৩ শূন্যপদ

এখানে মোট 130 টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষদের মধ্যে 100 টি এবং মহিলাদের জন্য 30 টি পদ রয়েছে।

জেল পুলিশ নিয়োগ ২০২৩ শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে পুরুষ প্রার্থীদের নূন্যতম উচ্চতা হতে হবে 167 cms এবং মহিলাদের নূন্যতম উচ্চতা হতে হবে 160 cms। যদিও ST এবং আরও কিছু প্রার্থীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

জেল পুলিশ নিয়োগ ২০২৩ বয়সসীমা

18 থেকে 27 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

জেল পুলিশের মাসিক বেতন 

নির্বাচিত প্রার্থীদের 22,700/ – 58,500/ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

জেল পুলিশ নিয়োগের পদ্ধতি

লিখিত পরীক্ষা (90 নম্বর) ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের (10 নম্বর) মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

জেল পুলিশ নিয়োগ ২০২৩ আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in অথবা http://wbcorrectionalservices.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

জেল পুলিশ নিয়োগ ২০২৩ আবেদন মূল্য

সমস্ত প্রার্থীদের 220 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। কেবল SC, ST, প্রার্থীদের 20 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

জেল পুলিশ নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ ২০২৩ 

আবেদন শুরু: 06.08.2023 (00:01 hrs.)

আবেদন শেষ: 26.08.2023 (23:59 hrs.)

আবেদন সংশোধনের সময়সীমা:

29/08/2023 থেকে 04/09/2023 তারিখের মধ্যে আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংশোধন করতে পারবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ শূন্যপদের নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now 

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleভারতীয় বীমা কোম্পানিতে অনেকগুলি পদে চাকরি, সরকারি স্থায়ী পদে নিয়োগ
Next articleNIA তে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, 29 হাজার 200 টাকা করে মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here