প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরি, জানুন বিস্তারিত

WBPDCL Apprentice by Training recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) হল রাজ্য সরকারের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এখানে অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নোটিশ নং- WBPDCL/Apprentice/2023/01

নিয়োগের বিস্তারিত তথ্য

(1)পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস / Technician Apprentice

শূন্যপদ- এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Mechanical – 12 টি, Electrical – 10 টি, Instrumentation / Electronics – 5 টি, Mining – 3 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 30 টি।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

(2) পদের নাম- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস / Diploma Apprentice

শূন্যপদ- এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Mechanical – 13 টি, Electrical – 10 টি, Instrumentation / Electronics – 6 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 30 টি।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 8,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে। এর পরে নেওয়া হবে এক দফা ইন্টখরভিউ। 

নিয়োগের সময়নসীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এ্রর পরে প্রার্থীরা www.wbpdcl.co.in এর ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদনের তারিখ

এখানে আবেদন শুরু হবে 01/08/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 21/08/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleকেন্দ্রে বাণিজ্য ও শিল্প দফতরে কর্মী নিয়োগ, 56 হাজার 100 টাকা মাসিক বেতন
Next articleপশ্চিমবঙ্গে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! নিশ্চিত করে জানালেন মুখ্যমন্ত্রী | WBP Civic Volunteer Recruitment Announcement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here