রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অর্থাৎ West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিত ভাবে উল্লেখ করা হল।
নোটিশ নম্বরঃ WBPDCL/Apprentice/2022/01
নোটিশ প্রকাশের তারিখঃ 07.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ গ্রাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Graduate in Engineering)
বেতনঃ গ্রাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে প্রার্থীদের প্রতিমাসে 9000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.06.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইন্সট্রুমেন্টেশন / মাইনিং ইঞ্জিনিয়ারিং এ 4 বছরের গ্রাজুয়েশন কোর্স করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ
- মেকানিক্যাল – 12 টি।
- ইলেকট্রিক্যাল – 10 টি।
- ইন্সট্রুমেন্টেশন – 05 টি।
- মাইনিং – 03 টি।
পদের নামঃ ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Diploma in Engineering)
বেতনঃ ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে প্রার্থীদের প্রতিমাসে 8000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.06.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো AICTE বা WBSCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইন্সট্রুমেন্টেশন / মাইনিং ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
মোট শূন্যপদঃ
- মেকানিক্যাল – 13 টি।
- ইলেকট্রিক্যাল – 10 টি।
- ইন্সট্রুমেন্টেশন – 07 টি।
ট্রেনিং সময়সীমাঃ
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রথমে 12 মাসের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন। Apprenticeship Act, 1961 অনুযায়ী প্রার্থীদের স্টাইপেন্ড প্রদান করা হবে।
নিয়োগ পদ্ধতিঃ
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদগুলির জন্য কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অনলাইনে আবেদনের পর প্রার্থীদের কে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতিঃ
- রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- এরপর প্রার্থীদেরকে রেজিস্টার করতে হবে।
- রেজিস্টার করে আবেদনপত্র পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্রগুলো আপলোড করতে হবে।
- আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
- রেজিস্টার করার পর এনরোলমেন্ট নাম্বার।
- সেল্ফ অ্যাটেস্টেড করা জন্মের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 07.06.2022 |
আবেদন শুরু | 07.06.2022 |
আবেদন শেষ | 27.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-