WBPDCL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

WBPDCL Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) হল রাজ্য সরকারের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে,বিস্তারিত আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- WBPDCL/Recruitment/2023/06

যে পদের জন্য নিয়োগ করা হবে

1. জেনারেল ম্যানেজার (মাইনিং) / General Manager (Mining)

শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। সাথে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 58 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন- 1,47,300 থেকে 2,04,500 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

2. মাইনস ম্যানেজার / Mines Manager

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।
বেতন- 82,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

3. অ্যাসিস্টেন্ট ম্যানেজার / Assistant Manager (Mining)

শূন্যপদ- এখানে 12 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন- 63,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

4. সার্ভেয়র / Surveyor

শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Survey Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন- 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

5. ওভারম্যান / Overman

শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mining Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতন – 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.wbpdcl.co.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে প্রার্থীরা ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন শুরু হবে 25.09.2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 16.10.2023. তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 টেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু অধিকারী

👉 মাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে গ্রুপ-C পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে নিয়োগ, 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে WBSHFWS এ কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 32 হাজার টাকা

Previous articleটেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু অধিকারী
Next article600 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, 30 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here