ফুড SI নিয়োগের বিষয়ে সতর্ক হলো WBPSC, পরীক্ষার অনেক আগেই নেওয়া হল এমন সিদ্ধান্ত

WBPSC cautioned about the recruitment of Food SI, a decision taken long before the exam

রাজ্যে ফুড ইন্সপেক্টর পদে শেষ বারের মত পরীক্ষা হয়েছিল 2018 সালে। তারপরে ফের দীর্ঘ পাঁচ বছর পরে আবারও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে উদ্দ্যোগ নেওয়া হয়েছে ফুড এস আই পরীক্ষার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পর্যন্ত ফুড এস আইয়ের অনলাইন ফর্ম ফিলাপের প্রক্রিয়া শেষ হয়।

পাঁচ বছর পর নিয়োগ হচ্ছে, স্বভাবতই পরীক্ষার্থীর সংখ্যা বেশি হবে এমনটাই আশা করা হয়েছিল। তবে, খবর বলছে, সব মিলিয়ে মোট তেরো লক্ষ বাইশ হাজার আবেদন জমা পড়েছে। এখানে কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করতে পেরেছেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।

তবে আবেদনকারীদের মধ্যে অধিকাংশেরই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে। এদিকে, শূন্যপদের সংখ্যা রয়েছে মোট 480 টি। অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা যে চূড়ান্ত থাকবে, তা সহজেই অনুমেয়।

এমতাবস্থায়, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে নিজের অবস্থান কঠোর করতে চলেছে কমিশন। পরীক্ষার ক্ষেত্রে মানা হবে একাধিক নিয়ম। পরীক্ষায় স্বচ্ছ্বতা আনতে সচেষ্ট হয়েছে কমিশন। রাজ্য কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, চলতি বছরের ফুড এসআই পরীক্ষায় যেসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, তারা নিজেদের মাল্টিপল চয়েস ভিত্তিক উত্তরপত্রের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন।

এর ফলে, ফল প্রকাশের প্রাপ্ত মার্কস নিয়ে আর দ্বিধায় পড়তে হবে না পরীক্ষার্থীদের। প্রকাশিত নম্বরের সাথে নিজেদের নম্বর সহজেই মিলিয়ে নিতে পারবেন প্রার্থীরা। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতাও বজায় থাকবে।  উত্তরপত্র বাড়ি নিয়ে যাবার বিষয়টি এর আগেও রাজ্যের টেট পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। এবার পরবর্তী ফুড এসআই পরীক্ষাতেও একই নিয়ম অনুসরণ করা হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 BECIL এ ইনোভেশন ফেলো সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের মেধাতালিকা বাতিল! স্যাটের বিরুদ্ধে রায় হাইকোর্টের

👉 মাধ্যমিক পাশে কোচিন শিপয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষণ! ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

👉 রাজ্যের জেলা শাসকের অফিসে চাকরির বিজ্ঞপ্তি, শীঘ্রই আবেদন করুন

👉 SAI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Previous articleরাজ্যে স্কুলে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
Next articleইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here